• দুর্গাপুরে প্রেমিকের দেহ রেখে থানায় বিক্ষোভ, উত্তেজনা
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: অমরবতীতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। মৃত ভৈরব ক্ষেত্রপালের দেহ নিউ টাউনশিপ থানার সামনে নামিয়ে রেখে সোমবার বিকাল থেকে প্রবল বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভৈরবকে খুন করেছে তাঁর প্রেমিকা ও প্রেমিকার আত্মীয়রা। পুলিস তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। এমনকী, খুনের অভিযোগও জমা নিচ্ছে না। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে বিক্ষুব্ধ জনতার। এদিন উত্তেজিত জনতা থানায় ঢুকতে গেলে বিশাল পুলিশ বাহিনী থানার গেট আটকে দাঁড়িয়ে থাকে। তখনই পু঩লিসকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। এসিপি পিণ্টু সাহা বলেন, বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছিলেন থানা লিখিত অভিযোগ নেয়নি। আমরা তাঁদের থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছি। ঘটনার পূর্ণাঙ্গ  তদন্ত করা হবে। বিক্ষোভকারীদের মধ্যে থাকা কয়েকজন দুষ্কৃতী ইট, পাটকেল ছোড়ে। একজন পুলিশ আধিকারিক আহত হন। আমরা পৃথক মামলা রুজু করব।

    প্রসঙ্গত, রবিবারই অমরবতীর জঙ্গল এলাকা থেকে ভৈরবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ ছিল, ওই এলাকাতেই রয়েছে তাঁর প্রেমিকার দিদির বাড়ি। তারাই ভৈরবকে মেরেছে। এই আক্রোশে প্রেমিকার দিদির বাড়িতে ভাঙচুর চলে। পুলিশ কোনও রকমে মৃতের প্রেমিকার দিদি, জামাইবাবুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মৃতের পরিবার দাবি করে, নিউ টাউনশিপ থানায় খুনের অভিযোগ দয়ের করতে গেলেও পুলিশ তা নিচ্ছে না। এই অবস্থায় সোমবার মৃতদেহের ময়নাতদন্ত হয়। পরিবারের হাতে দেহ তুলে দিতেই তাঁরা ভৈরবের দেহ নিয়ে নিউ টাউনশিপ থানায় হাজির হয়। মৃতের পরিবার, আত্মীয় পরিজনরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
  • Link to this news (বর্তমান)