• এটিএমে সেলোটেপ সেঁটে দিয়ে টাকা লুট, নন্দকুমারে গ্রেপ্তার যোগীরাজ্যের যুবক
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: এটিএমে সেলোটেপ সেঁটে অভিনব কায়দায় টাকা লুটের ঘটনায় যোগী রাজ্যের এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম সলমন খান। তার বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার রানিগঞ্জ থানার রামপুর গ্রামে। হলদিয়া ভবানীপুরে ঘরভাড়া নিয়ে থাকত। রবিবার রাত ১১টা নাগাদ নন্দকুমার থানার শ্রীধরপুর মোড়ে এসবিআই ব্যাঙ্কের এটিএমের সামনে থেকে তাকে পাকড়াও করা হয়। এটিএমে টাকা বেরনোর জায়গায় আঠা লাগিয়ে সে গ্রাহকদের ঠকিয়ে হাজার হাজার টাকা লুট করত। সম্প্রতি এসবিআইয়ের তমলুকের রিজিওনাল ম্যানেজার এটিএম কাউন্টারের ভিতর সিসি ক্যামেরায় ওঠা সলমলের ছবি তুলে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন থানার কাছে পৌঁছে দিয়েছিলেন। ওই যুবক এটিএমে ভিতর ঢুকে বিভিন্ন জায়গায় মানুষকে ঠকাচ্ছে বলে ব্যাঙ্ক কর্তা সেই চিঠিতে উল্লেখ করেছিলেন।

    রবিবার রাতে নন্দকুমার হাইরোডে শ্রীধরপুরে মোবাইল ভ্যানে ডিউটি করছিলেন পুলিস অফিসার অনিমেষ ঘোষ। সেই সময় তিনি এসবিআই এটিএমে এক যুবককে ঘন ঘন ঢুকতে ও বেরতে লক্ষ্য করেন। এটিএম কাউন্টারের ভিতর ঢুকে দেখা যায়, টাকা বেরনোর জায়গায় সেলোটেপ সাঁটানো। তারপর ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে পাকড়াও করে পুলিস। রাতে নন্দকুমার থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতকে জেরা করে জানা যায়, হলদিয়ার ভবানীপুরে ঘরভাড়া নিয়ে থাকে। এক সময় মুম্বইয়ে ট্যাক্সি চালাত। সেখানেই অপরাধ বিদ্যায় হাতেখড়ি। তারপর উত্তরপ্রদেশ থেকে এরাজ্যে চলে আসে। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় এটিএমে আঠা লাগিয়ে টাকা লুট করত।

    জানা গিয়েছে, ধৃত সলমল বিভিন্ন এটিএমে ঢুকে টাকা বেরনোর জায়গায় আঠা লাগিয়ে দিত। গ্রাহক মেশিনে কার্ড ঢুকিয়ে টাকা তোলার প্রসেস করার পরেও টাকা বের হতো না। অথচ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার এসএমএস ফোনে চলে আসত। মেশিন থেকে টাকা না বেরনোয় গ্রাহক কাউন্টার ছেড়ে বেরিয়ে যেতেন। মুহূর্তের মধ্যে একটি ভূতুড়ে কার্ড নিয়ে এটিএমে ঢুকে সেটি ঢোকার পর আঠা সরিয়ে আগের গ্রাহকের তোলা টাকা সরিয়ে নিত। একের পর এক কাউন্টারে এই প্রতারণা চলার পর ব্যাঙ্ক গ্রাহকরা ব্যাঙ্কে নালিশ ঠুকতেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সিসি ক্যামেরা চেক করার পর সলমনের ছবি পেত। কিন্তু, তার নাগাল পাওয়া যাচ্ছিল না। সেজন্য এসবিআই ব্যাঙ্কের পক্ষ থেকে তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছিল।

     নন্দকুমার থানার শ্রীধরপুর মোড় রাতেও জমজমাট থাকে। এখানে পণ্যবাহী গাড়ি, ট্যুরিস্ট বাস পার্কিং করা হয়। সেইসব গাড়ির ড্রাইভার থেকে রাত্রিকালীন যানবাহনে থাকা লোকজন এখানকার এসবিআই এটিএম থেকে টাকা তোলেন। সেই জন্য সলমন রাতে ওই এলাকার এটিএমকে টার্গেট করেছিল। মেশিনে সেলোটেপ সাঁটানোর পর বাইরে অপেক্ষা করছিল। অনেকটা ফাঁদ পেতে শিকারের আশায় থাকার মতো। কিন্তু, নন্দকুমার থানার রাতের টহলদারি ভ্যানের পুলিস অফিসার ও কর্মীদের সন্দেহ হয়। এরপরই তাকে পাকড়াও করা হয়।

    নন্দকুমার থানার ওসি অমিত দেব বলেন, ধৃত ওই যুবক এরআগে অনেক জায়গায় অপারেশন করেছে। উত্তরপ্রদেশের যুবক এখানে এসে বাড়ি ভাড়া নিয়ে এই কারবার চালাত। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হবে।  ধৃত অভিযোগ। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)