• কুহেলি সঙ্ঘের বাল্যবিবাহ রোধ ও নারীসুরক্ষার বার্তা
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহের ঘটনা অত্যন্ত বেশি। নাবালিকা বিয়ে আটকাতে জেলা প্রশাসন নানা পদক্ষেপ করছে। এবার বহরমপুরের সৈদাবাদ কুহেলি সঙ্ঘ দুর্গাপুজোর মাধ্যমে বাল্যবিবাহ রোধের বার্তা দিতে চলেছে। ৫১তম বর্ষে এই ক্লাবের পুজোর থিম ‘সংস্কারের কাণ্ডারী’।

    ক্লাবের সদস্যরা জানান, রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-নারীজাতির সম্মানের জন্য সমাজ সংস্কারকদের একের পর এক কাজ পুজো মণ্ডপে ফুটে উঠবে। সতীদাহ প্রথা বন্ধ, বিধবা বিবাহ চালু, বাল্যবিবাহ রোধ-সমাজ সংস্কারের এসব নানা দিক থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

    সম্পাদক সুরজিৎ সরকার(মুন্না) ও সহ-সম্পাদক নোটন দাস বলেন, এই পুজো ঘিরে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে। পরপর দু’বার আমরা বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছি। এবার হ্যাটট্রিক করার সুযোগ আছে। দর্শনার্থীরা পূজোর মণ্ডপে এসে বিশেষ সামাজিক বার্তা পাবেন। নারীসুরক্ষা-সংক্রান্ত বিভিন্ন আইন, ভ্রূণহত্যার প্রতিবাদ মণ্ডপে তুলে ধরা হবে। রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের দুটি মূর্তি গড়ে তোলা হচ্ছে। তাঁদের বাণী ও বিভিন্ন আইন মণ্ডপের দেওয়ালে তুলে ধরা হবে। দেবীপ্রতিমাতে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে। কলকাতার কুমোরটুলিতে যেমন প্রতিমা তৈরি হয়, সেই আদলেই প্রতিমা তৈরি হচ্ছে।

    পুজোর মুখ্য উপদেষ্টা পাপাই ঘোষ বলেন, পণের দাবিতে বধূদের উপর নির্যাতন নেমে আসছে। অল্প বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় এধরনের ঘটনা খুব বেশি। দুর্গাপুজোর প্লাটফর্ম থেকে আমরা বাল্যবিবাহ রোধ সহ নারীসুরক্ষা-সংক্রান্ত নানা বিষয়ে বার্তা দেব। জেলা প্রশাসনের আধিকারিকরা বাল্যবিবাহ রোধে কাজ করছেন। আমরা এই থিমের মাধ্যমে তাঁদের সহযোগিতা করছি।

    সভাপতি রাজকুমার সরকার ও সহ-সভাপতি সজল রায় বলেন, প্রতিবছর বিষয়ভাবনার নতুনত্বে আমাদের পুজো পুরো জেলার নজর কাড়ে। এবারও তার অন্যথা হবে না।
  • Link to this news (বর্তমান)