• ১৪ বছর প্রেমের পর অন্য সম্পর্কে জড়ান অভিযুক্ত, খড়গ্রামে নার্সের আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষক গ্রেপ্তার
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: ১৪ বছর ধরে প্রেমের পর প্রতারণার জেরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেন খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত নার্স সঙ্গীতা পাল(৩৪)। পরবর্তীতে মৃতার পরিবারের তরফে ঘটনায় অভিযুক্ত শিক্ষকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযুক্ত ফেরার ছিল। কিন্তু শেষ পর্যন্ত রেহাই মিলল না। রবিবার রাতে খড়গ্রাম থানার পুলিশ জয়ন্ত ঘোষ নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করে। তাকে কান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    ধৃত শিক্ষকের বাড়ি খড়গ্রাম থানার সাউন্দি গ্রামে। সে গ্রামের আপার প্রাইমারি স্কুলের শিক্ষক। আবার ওই একই গ্রামে মৃতা নার্সের বাড়ি। তিনি খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের অন্তর্গত ইন্দ্রাণী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরতা ছিলেন।

    মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’জনের মধ্যে প্রায় ১৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। উভয়েব পরিবারই সেটা জানত। তাই এনিয়ে তাঁদের মধ্যে কেউ বাধার সৃষ্টি করেননি। তবে গত ১৫ আগস্ট বাধা প্রকাশ্যে আসে। মৃতার মা জয়বতী পাল জানান, ১৫ আগস্ট মেয়ে জানতে পারে যে, জয়ন্ত অন্য একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এটা জানতে পেরে মেয়ে কান্নায় ভেঙে পড়ে। বারবার জয়ন্তকে ফোন করা হলেও স্যুইচড অফ ছিল। পরে মেয়ে কোনওভাবে ওর সঙ্গে যোগাযোগ করে। জানতে পারে যে, জয়ন্ত আর আমার মেয়েকে পছন্দ করছে না। ওর অন্য জায়গায় বিয়ের যোগাযোগ করা হচ্ছে। এরপরেই মেয়ে কীটনাশক খেয়ে নেয়।

    গত ২১ আগস্ট কীটনাশক খাওয়ার কারণে সঙ্গীতা মারা যান। এরপর মৃতার বাবা অমল পাল শিক্ষক জয়ন্ত পালের নামে পুলিশের কাছে মেয়ের মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন। কিন্তু অভিযোগের পর থেকেই ওই শিক্ষক পালিয়ে বেড়াচ্ছিল। জানা গিয়েছে, রবিবার রাতে খড়গ্রাম থানার পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে, অভিযুক্ত কান্দির একটি বাড়িতে আশ্রয় নিয়েছে। এরপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    মৃতার দিদি পিঙ্কি পাল বলেন, গত ১৪ বছর ধরে বোনের সঙ্গে ধৃত শিক্ষকের প্রেমের সম্পর্ক ছিল। সঙ্গীতাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল। এমনকী, বোন ওর উপার্জনের টাকাও ওই শিক্ষককে পাঠিয়ে দিতো। এরপরেও ধৃত শিক্ষক সম্পর্ক ছাড়তে চাওয়ায় বোন কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে। আসলে ১৪ বছর পর বিশ্বাস ভেঙে যাওয়ার ঘটনা বোন মেনে নিতে পারেনি।
  • Link to this news (বর্তমান)