কাগজে লেখা কাজের তালিকা নিয়ে পাড়ায় সমাধানে হাজির এলাকাবাসী
বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, বহরমপুর: কাগজে লেখা কাজের তালিকা নিয়েই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির হলেন ভাকুড়ি-১ পঞ্চায়েতের বাসিন্দারা। সোমবার সেখানকার পাকুড়িয়া আদর্শ প্রাথমিক বিদ্যাপীঠে পাড়ায় সমাধান শিবিরে গ্রামবাসীদের ঢল নামে। ওই স্কুলে একইসঙ্গে পঞ্চায়েতের তিনটি সংসদ নিয়ে শিবির আয়োজিত হয়েছিল। সকাল থেকে বিকেল অবধি শিবিরে মানুষের সংখ্যা ছিল নজরে পড়ার মতো। ভাকুড়ি-১ পঞ্চায়েতের প্রধান কাকলি ঘোষ বলেন, এলাকার রাস্তা, পানীয় জল, নিকাশিনালা, পথবাতির মতো বড় কাজ বিভিন্ন সংসদে হয়ে গিয়েছে। আমরা চাইছিলাম, পাড়ায় সমাধান শিবিরে মানুষ ছোট ছোট কাজের অনুরোধ নিয়ে আসুন। সেটাই হচ্ছে। এলাকার মানুষের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে উন্নয়নের কাজের তালিকা তৈরি করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রকল্পে প্রতিটি সংসদে উন্নয়নের জন্য ১০লক্ষ টাকা করে বরাদ্দ হচ্ছে। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সেই টাকায় নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে।
সোমবার বহরমপুর ব্লকের ভাকুড়ি-১ পঞ্চায়েতের ১৮১, ১৮২ ও ১৮৩ নম্বর সংসদের বাসিন্দাদের নিয়ে পাড়ায় সমাধান শিবির হয়ে গেল। তিন সংসদের জনপ্রতিনিধি পায়েল রায়, গৌতম চৌধুরী ও গৌরী ঘোষ শিবিরে হাজির থেকে মানুষের অভাব-অভিযোগ শুনেছেন।
১৮২নম্বর সংসদের নির্বাচিত সদস্য গৌতম চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে সমস্ত শ্রেণির মানুষ, সমস্ত দলের সমর্থকরা খুশি। পাড়ার ছোট খাট সমস্যা চটজলদি সমাধান হবে শুনে সবাই আপ্লুত। স্থানীয়রা কোথাও ২৫-৫০ মিটারের ঢালাই রাস্তা, কোথাও ভাঙা স্ল্যাব বদলানো, স্নান বা বাসন মাজার ঘাট বাঁধানোর আবেদন নিয়ে এসেছিলেন। কেউ কেউ আবার নিকাশিনালা ঢেকে দেওয়ার অনুরোধ জানান। শিবিরে হাজির এক প্রবীণ ব্যক্তি বলেন, সত্তর বছর বয়সে এসে প্রথম শুনলাম, পাড়ার সমস্যা পাড়ার মানুষই সমাধান করবেন। খুবই জনমুখী প্রকল্প।