• বসিরহাট থেকে উধাও ব্যক্তির দেহ মিলল কলকাতায়
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বসিরহাটের বাড়ি থেকে তিন মাস আগে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া এক ব্যক্তির দেহ উদ্ধার হল কলকাতায়। মৃতের নাম শুভেন্দু দাস (৫৫)। রবিবার রাত ৯টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানার ২৫৮/৪ এপিসি রোডের সামনের ফুটপাতে সংজ্ঞাহীন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক হোমগার্ড।

    খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আপাতদৃষ্টিতে দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

    কীভাবে মৃতের নাম-পরিচয় জানা গেল? কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, ফুটপাতে ওই ব্যক্তির দেহের পাশে লাল রংয়ের একটি ব্যাগ পড়েছিল। ওই ব্যাগেই মিলেছে তাঁর ভোটার আইকার্ড। পাশাপাশি ব্যাগ থেকে একটি ডায়েরিও পাওয়া যায়। ওই ডায়েরিতেই পুলিশ কর্মীরা শুভেন্দু দাসের স্ত্রী চম্পা দাসের ফোন নম্বর পান। চম্পাদেবী কলকাতা পুলিশকে জানিয়েছেন, বসিরহাটের কালুতলা পশ্চিমপাড়ার বাড়ি থেকে তিন মাস আগে উধাও হয়ে যান তাঁর স্বামী শুভেন্দু দাস। বাড়িতে স্ত্রী ছাড়াও তাঁর এক ছেলে রয়েছে। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিশের দাবি। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)