বেআইনি পার্কিংয়ে জেরবার, গাড়ি ছেড়ে বাইকে বাড়ি ফিরলেন দেবাশিস কুমার!
বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তায় রাস্তায় বেআইনি পার্কিংয়ের দাপট। আর তার জন্য তীব্র যানজট। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গাড়ি ছেড়ে বাইকে চেপে বাড়ি ফিরতে হয়েছে রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে! যিনি নিজেই কলকাতা পুরসভার পার্কিং বিভাগের মেয়র পারিষদ। সোমবার পুজো প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকা হয়েছিল কলকাতা পুরসভায়। সেখানে পুলিশ সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেই ভরা সভায় নিজেই এই কথা জানিয়েছেন দেবাশিসবাবু।
তিনি জানান, সম্প্রতি তিনি গাড়িতে বাড়ি ফিরছিলেন। কিন্তু গড়িয়াহাট থেকে রাসবিহারী আসার পর তীব্র যানজটের মধ্যে পড়ে যান। দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকলেও চাকা গড়ায়নি। শেষে স্থানীয় এক দলীয় কর্মীর বাইকে চেপে বাড়ি ফেরেন তিনি। ক্ষুব্ধ দেবাশিস কুমার এদিন সভায় বলেন, ‘গোটা রাসবিহারি অ্যাভিনিউয়ের একদিকে রয়েছে বৈধ পার্কিং। আর রাস্তার অন্যদিকে যথেচ্ছভাবে চলছে বেআইনি পার্কিং। পুজোর কেনাকাটা করতে আসা লোকজন তাঁদের গাড়ি পার্কিং করেছেন। যার ফলে রাস্তা অপরিসর হয়ে পড়ে। সেই কারণেই তিনি ৩০ মিনিটের বেশি সময় গাড়িতে বসে থাকলেও এগতে পারেননি একটুও। পুজোর সময় যাতে এমন পরিস্থিতি না হয়, তা নিশ্চিত করার জন্য পুলিশকর্তাদের ব্যবস্থা নিতে বলেন তিনি। বেআইনি পার্কিংয়ের এই রমরমা নিয়ে জিজ্ঞাসা করা হলে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘দেবাশিসবাবু নিজেই পার্কিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ। এই বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে ওঁকেই সমাধান করতে হবে।’ তাঁর আরও সংযোজন, ‘সবাই এই সময় শপিং করতে বেরন। গাড়ি যেখানে সেখানে পার্কিং করে চলে যান। সবটা সবসময় খেয়াল রাখা যায় না। তবুও পুলিশ নজর রাখছে।’ এদিন বৈঠকটি হয় পুরসভার অধিবেশন কক্ষে। মেয়র মেয়র পারিষদ, বরো চেয়ারম্যানরা ছাড়াও হাজির ছিলেন পুলিশকর্তা, দমকল কর্তা, সিইএসসি, পিডব্লুডি, বন্দর, কেএমডিএ, রেল সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা।