নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন পেয়ে জেলের বাইরে এসে ফের হুমকি-শাসানির পাশাপাশি তোলাবাজির অভিযোগ উঠল কুখ্যাত দুষ্কৃতী সুশান্ত কীর্তনিয়া ওরফে ধলুর বিরুদ্ধে। খুনের মামলায় অভিযুক্ত সুশান্তকে রবিবার ফের অস্ত্র সহ গ্রেপ্তার করেছে লালবাজার।
২০১৬ সালে পঞ্চসায়র থানা এলাকায় মদের ভাঙা বোতল দিয়ে খুন করা হয় এক যুবককে। প্রকাশ্য রাস্তায় এই খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার কয়েকদিনের মধ্যে মূল অভিযুক্ত সুশান্ত ওরফে ধলু ধরা পড়ে পুলিশের হাতে। ব্যক্তিগত শত্রুতা থেকে এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশি তদন্তে উঠে আসে। তারপর থেকেই জেলবন্দি ছিল ধলু। মাস দুই হল হাইকোর্ট থেকে জামিন পায় অভিযুক্ত। পূর্ব যাদবপুরের বাসিন্দা ওই দুষ্কৃতী এলাকায় ফিরে ফের তাণ্ডব শুরু করে। অভিযোগ, পঞ্চসায়র ও পূর্ব যাদবপুরের বিভিন্ন ব্যক্তিকে অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছিল। এমনকী, বিভিন্ন লোকের কাছ থেকে তোলাও চাইছিল সে। পাশাপাশি এলাকায় নেশার আসর বসায় ধলু। এ নিয়ে অভিযোগ জমা পড়ে লালবাজারে। তার ভিত্তিতে খোঁজ করতে অফিসাররা জানতে পারেন, ধলুর তাণ্ডবে এলাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তারপর থেকেই খোঁজ চলছিল তার। রবিবার তাকে পঞ্চসায়র এলাকা থেকেই পাকড়াও করেন লালবাজারের গোয়েন্দারা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি তার। জেলে যাওয়ার পর তার এক শাগরেদের কাছে সেটি রাখা ছিল। জামিন পেয়ে বাইরে আসার পর ওই আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল সে। তদন্তকারীরা জানতে পারেন, বড় কোনও অঘটনের পরিকল্পনা রয়েছে তার। ধলু ফের কাউকে খুনের ছক কষেছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।