• মোবাইল ফোন চুরির অভিযোগে নেশাগ্রস্তের গায়ে অ্যাসিড, গ্রেপ্তার
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল চুরি করেছেন এক নেশাগ্রস্ত। এই সন্দেহে তাঁর গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হল। এমন অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভবানীপুর এলাকার আশুতোষ মুখার্জি রোডে। ঘটনায় জড়িত সন্দেহে অ্যাম্বুলেন্স চালক রাজুকুমার সাউকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানা।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজু হাজরা লাগোয়া একটি সরকারি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং করেন। সপ্তাহখানেক আগে তাঁর অ্যাম্বুলেন্সের ভিতর থেকে মোবাইল চুরি গিয়েছিল। রাজু অ্যাম্বুলেন্স থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলেন। তখনই এই ঘটনা ঘট। তিনি সন্দেহ করেন, ওই হাসপাতালের সামনে থাকা নেশাগ্রস্থ এক যুবক এই ঘটনা ঘটিয়েছেন।  তখন রাজু অ্যাম্বুলেন্সের ব্যাটারি বের করে তাতে থাকা অ্যাসিড ওই নেশাগ্রস্থের গায়ে ঢেলে দেন। যন্ত্রণায় ওই ব্যক্তি ছটফট করতে থাকেন। পুলিস এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিস রাজুকে গ্রেপ্তার করে। 
  • Link to this news (বর্তমান)