• ব্যবসায়ীর বাড়ির সামনে হুমকি চিঠি, সাদা বাক্স ঘিরে বোমাতঙ্ক
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটার ঠাকুরনগরে চাল ব্যবসায়ীর বাড়ির সামনে হুমকি চিঠি ও পাশে পড়ে থাকা সাদা বাক্স ঘিরে বোমাতঙ্ক ছড়াল। পুলিশ এসে চিঠি ও বাক্স উদ্ধার করেছে। সেই চিঠিতে ব্যবসায়ীর কাছে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করা হয়েছে। চিঠির প্রথমে ‘ডিয়ার রামরতন বিশ্বাস’ বলে সম্বোধন করলেও চিঠির শেষে ‘ইতি, তোর পরিবারের ভয়ানক মৃত্যু’ লেখা রয়েছে। তবে বাক্স খুলে খেলনা রিমোট গাড়ির ডিভাইস পেয়েছে পুলিশ। যদিও ঘটনাস্থলে এসে বম্ব স্কোয়াডের সদস্যরা নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে। 

    এমন ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী রামরতন বিশ্বাস ও তাঁর পরিবার। তবে কারা এই চিঠি ও বাক্স সেখানে রেখে গিয়েছে, তা জানতে পারেনি গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাইঘাটা থানার চিকনপাড়া সবেদাতলার বাসিন্দা চাল ব্যবসায়ী রামরতন বিশ্বাস। ঠাকুরনগর বাজারে তাঁর চালের দোকান রয়েছে। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে ঘুম থেকে উঠে তাঁরা ঘরের সামনের সিঁড়িতে খাম বন্দি একটি চিঠি এবং একটি সাদা বাক্স পড়ে থাকতে দেখেন। যার মধ্যে রাখা রয়েছে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস। যাকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ায়।

     চিঠিতে দাবি করা হয়েছে, ১২ তারিখে বাড়ির রান্নাঘরের পাশে স্টোর রুমের দরজার পাশে একটি ব্যাগে সাড়ে তিন লক্ষ টাকা রেখে দিতে হবে। সেদিন বাড়ির সবাইকে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। নির্দেশ মতো কাজ না করলে পরিবারের সকলকে মেরে ফেলা হবে। এমনকী মুখে আগুন দেওয়ার মতো কেউ থাকবে না বলে চিঠিতে জানানো হয়। বিষয়টি পুলিশকে জানালে ফল আরও খারাপ হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। 

    রামরতন বিশ্বাস বলেন, ‘আমার কোনও শত্রু নেই। জানি না কারা এটা করল। ঘটনার পর থেকে আমরা বাড়ির বাইরে বেরতে ভয় পাচ্ছি।’ স্থানীয় বাসিন্দা নরোত্তম বিশ্বাস বলেন, ‘একটা সাধারণ পরিবারকে কেন ভয় দেখানো হল, তদন্ত করে দেখুক পুলিশ।’ গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘আগে এধরনের ঘটনা ঘটেনি। পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নিক।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)