• গৌড়েশ্বরের বাঁধ ভেঙে জল গ্রামে, ক্ষতি মাছের পুকুর থেকে ধানচাষে
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে এলাকায়। আতঙ্কিত সন্দেশখালির নেত্যবেরিয়ার গ্রামবাসীরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গৌড়েশ্বর নদীর বাঁধ বিপর্যস্ত অবস্থায় ছিল। কোনওরকম ওই বাঁধে জোড়াতালি দিয়ে নদীর জল আটকানো ছিল। কিন্তু সোমবার দুপুরে হঠাৎ নদীর বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকতে শুরু করে। একাধিক মিষ্টি জলের মাছের পুকুরে ওই নোনা জল ঢুকেছে। প্রচুর মাছ মারাও গিয়েছে। মাঠের ধানগাছও নষ্ট হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই নদীবাঁধের অবস্থা খারাপ ছিল। কিন্তু স্থানীয় প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও তারা কোনও কাজ করেনি। ধীরে ধীরে নদী বাঁধের মাটি ধসেছে। এরপর আজ এই বিপত্তি। সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। অভিযোগ জানানোর পরেও কেন এই নদীবাঁধ মেরামতি করা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন এলাকাবাসীরা।

    ঘটনার খবর পেয়ে সন্দেশখালির বিডিও সায়ন্তন সেন ঘটনাস্থলে আসেন। তিনি দ্রুত ওই বাঁধ মেরামতির আশ্বাস দেন। ঘটনাস্থল থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বিডিও। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবলু গায়েন বলেন, আমরা বহুবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েছি নদী বাঁধ ঠিক করার জন্য। কিন্তু আমাদের কোনও কথা কেউ শোনেননি। আমরা চাই দ্রুত নদীর বাঁধটি মেরামতি করে দিক প্রশাসন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)