• গড়িয়ায় ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ ছিলেন না। সেই সুযোগে গড়িয়ার ঢালুয়ায় দুটি পৃথক বাড়িতে চুরির অভিযোগ উঠল। সোমবার সকালে দুই বাড়ির মালিক এসে দেখেন, তাঁদের বাড়ির টাকা, গয়না ও অন্যান্য সামগ্রী চুরি হয়েছে। এই নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, পাপিয়া চক্রবর্তী নামে এক মহিলা সাতদিনের জন্য পুরী বেড়াতে গিয়েছিলেন। এদিন সকালে বাড়ি ফিরে দেখেন, তাঁর বাড়ির গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরের আলমারি খোলা, চারদিক লণ্ডভণ্ড। তিনি বলেন, পাঁচ হাজার টাকা নগদ ও কয়েকটি সোনার কানের দুল চুরি গিয়েছে। এছাড়াও সাজার কিছু দামি সামগ্রীও উধাও। বিষয়টি থানায় জানিয়েছেন ওই মহিলা। অন্যদিকে, ওই এলাকারই বাসিন্দা সুব্রত ঘোষ নামে আরেক ব্যক্তির বাড়িতেও গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর তারা টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। তিনি বলেন, স্ত্রীর অসুস্থতার কারণে কদিন অন্যত্র থাকছিলাম। তখনই চুরি হয়। 
  • Link to this news (বর্তমান)