• ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির শিবিরে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম হজরত আলি মণ্ডল (৭৫)। বাগদার আমডোব গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের আষাঢ়ু গ্রাম পঞ্চায়েত এলাকার আমডোব উচ্চ বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে। মৃত বৃদ্ধের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বার্ধক্যভাতার জন্য আবেদন করতে আমডোব হাইস্কুলে এসেছিলেন হজরত আলি মণ্ডল। স্কুল প্রাঙ্গণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ওই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    মৃতের ভাইপো জানান, জেঠু অসুস্থ ছিলেন। বার্ধক্যভাতার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা মণ্ডল বলেন, ওই বৃদ্ধ শিবিরে এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এ বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। খুবই বেদনাদায়ক ঘটনা। আমরা ওই পরিবারের পাশে আছি।
  • Link to this news (বর্তমান)