• Breaking News LIVE: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভোট দিলেন।

    মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হবে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রথম ভোট দেবেন।

    মঙ্গলবার বাজারের শুরুতেই ভালো গতি দেখা গিয়েছে। সেনসেক্স বেড়েছে ২৭৮ পয়েন্টের মতো, পেরিয়ে গিয়েছে ৮১০০০ পয়েন্ট। অন্যদিকে নিফটি ৫০ সূচকেও ভালো গতি দেখা গিয়েছে। ৮১ পয়েন্ট বেড়ে আপাতত ২৪৮০০-এর স্তর পেরিয়ে গিয়েছে।

    মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। এ দিন সকালে এনডিএ সমর্থিত প্রার্থী এবং মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণন লোধি রোডের শ্রী রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন।

    সোশ্যাল মিডিয়ার উপরে নিষেধাজ্ঞা জারির পরেই তার প্রতিবাদে সোমবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কাঠমান্ডু। মঙ্গলবার সকাল থেকে ফের এর প্রতিবাদে কাঠমান্ডুর রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা।

    আজ উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা ভোট দেবেন। এনডিএ সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

    হাওড়ার বাঁকড়া কবরপাড়ায় একটি টোটো গ্যারাজে ভয়াবহ আগুন। সোমবার রাত দশটা নাগাদ একটি টোটোতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে টোটোটি। মুহূর্তের মধ্যে আগুন পাশের টোটোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

  • Link to this news (এই সময়)