• আগামী সোমবার কলকাতায় আসছেন নমো ও দোভাল, দু’দিনের সম্মেলন
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: আগামী সোমবার ফের রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে এ বার কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, ১৫ সেপ্টেম্বর কলকাতায় ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর কম্বাইন্ড কম্যান্ডার্স ফোর্সের দু’দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য আসছেন প্রধানমন্ত্রী।

    ‘অপারেশন সিঁদুর’–এর পরে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে এত বড় বৈঠক হতে চলেছে। যার আলোচ্য বিষয় হলো, ‘ইয়ার অফ রিফর্মস-ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার’। প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই বছরটি ‘সংস্কারের বছর’ হিসেবে ঘোষণা করেছে।

    এই বৈঠকে প্রধানমন্ত্রীর ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান, ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। আগামী দিনে সেনার কৌশল এবং সীমান্ত সুরক্ষা নিয়ে এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে।

    কলকাতায় ফোর্ট উইলিয়ামে এসে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর বৈঠকের নজির নেই বলেই দাবি সংশ্লিষ্ট বিভিন্ন মহলের। সেনার ইস্টার্ন কম্যান্ডের গুরুত্বের কথা মাথায় রেখে প্রতিরক্ষা বিষয়ক এই বৈঠকের জন্য কলকাতাকে বেছে নেওয়া হয়েছে। গত বছর ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে পট পরিবর্তন এবং ইসলামাবাদের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কেন্দ্র তথা ভারতীয় সেনাবাহিনী।

    পাশাপাশি প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতিও খুব সন্তোষজনক নয়। রয়েছে চিন সীমান্তও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আগামী দিনে সন্ত্রাসবাদী সংগঠনগুলি পূর্ব বা উত্তর–পূর্ব ভারতকে তাদের টার্গেট হিসেবে বেছে নিতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের।

    এই আবহে ফোর্ট উইলিয়ামের বৈঠকে নিরাপত্তা স্ট্র্যাটেজি ও পূর্ব সীমান্তকে সুরক্ষিত রাখতে আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। মোদীর এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের কর্মসূচি এখনও নেই বলেই সূত্রের খবর।

  • Link to this news (এই সময়)