এখনই পাঁচ জেলায় শুরু হবে দুর্যোগ! বুধ থেকে আরও বাড়বে ঝড়-জল, সাতসকালে হাওয়া অফিসের আপডেটে চিন্তার ভাঁজ কপালে...
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পুজো আর কদ্দিন? প্রশ্ন করতে করতেই পুজো এসে গিয়েছে একেবারে সামনে। শরৎ কাল। আকশ একদিন নীল হলেও, কবে যে ফের মেঘলা হয়ে যাবে, তা নিয়েই শঙ্কা। হাওয়া অফিস আগেই জানিয়েছে, এখনই আর কোনও নয়া নিম্নচাপ না থাকলেও, বঙ্গে যথেষ্ট বৃষ্টি-অনুকূল পরিস্থিতি। ফলে পুজোর মুখে আরও বৃষ্টি বাদলা। মঙ্গলবার সকালে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের পাঁচ জেলায়।
হাওয়া অফিসের মঙ্গলবার সকালের আপডেট- আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে আগামী কয়েকঘণ্টায় হালকা থেকে মাঝারি বজ্রপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৪ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৮.২ ডিগ্রি। সর্বোচ্চ এবং সর্বিনিম্ন, মঙ্গলবার কলকাতার দুই তাপমাত্রাই সোমবারের থেকে বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে।
আগামী বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
মঙ্গলে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা দিনের প্রথম ভাগেই। জলাপাইগুড়ি, আলিপুরদুয়ারে মঙ্গলবার জারি কমলা সতর্কতা। বাকি সব জেলায় জারি হলুদ সতর্কতা। বুধবারেও আলিপুরদুয়ারে জারি কমলা সতর্কতা। আগামিকাল দক্ষিণ দিনাজপুর, মালদহ ছাড়া সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। উত্তরের সব জেলাতেই বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহভর উত্রবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা, দুই পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় জারি হলুদ সতর্কতা। এই সব জেলায় বিক্ষিপ্তভাবে আগামী দিনে বজ্র বিদ্যুৎ ঝড়, বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী বর্ষা, ২০২৫ (০১ জুন থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) এই মরশুমের মোট বৃষ্টিপাত ১১৫৪.৪ মিমি। যা স্বাভাবিকের তুলনায় ০৩ শতাংশ বেশি। এর মধ্যে ১৩টি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক। ৫টি জেলা স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট ৫টি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।