• একাধিক বিয়ে স্বামীর! প্রথম স্ত্রী-র উপর অকথ্য অত্যাচার, মারতে মারতে এদিন...
    ২৪ ঘন্টা | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নকিব উদ্দিন গাজী: সরকারি কর্মচারী স্বামীর একাধিক বিয়ে উস্তিতে। তারপরই গৃহবধূ খুনের অভিযোগে পলাতক স্বামী। গ্রেফতার করা হয়েছে শাশুড়িকে। দক্ষিণ ২৪ পরগনার উস্তি এলাকায় গৃহবধূকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্ত স্বামী তসলিম আহমেদ লস্কর ঘটনার পর থেকে পলাতক।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূ পাখিজা বিবির দেহ উস্তি থানার পুলিস ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ঘটনায় পাখিজার শাশুড়ি তানজিলা বিবিকে পুলিস গ্রেফতার করেছে। মৃতার পরিবারের অভিযোগ, ফোনে তাদের জানানো হয় পাখিজা আত্মঘাতী হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, পাখিজাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের দাবি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

    পরিবারের আরও অভিযোগ, সরকারি কর্মচারী হওয়ায় স্বামী তসলিম আহমেদ লস্কর বিয়ের পর থেকেই পণের জন্য পাকিজার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। বাধ্য হয়ে মেয়েকে বাপের বাড়িতে নিয়ে আসা হয়। তবে এক সপ্তাহ আগে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে বুঝিয়ে ফের বাড়ি নিয়ে যায়। প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে বিষ্ণুপুর থানার বাসিন্দা পাকিজার সঙ্গে উস্তির বাসিন্দা তসলিম আহমেদের বিয়ে হয়। তাদের এক বছরের কন্যাসন্তানও রয়েছে।

    মৃতার পরিবারের দাবি, তসলিমের এর আগেও একাধিক বিয়ে ছিল এবং আগের দুই স্ত্রীকে খুন করেছে বলে অভিযোগ। বিয়ের পরে জামাইয়ের কি কি জানতে পারেন পাখিজার পরিবারের লোকজন। ঘটনায় মৃতার শাশুড়িকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিস। 

  • Link to this news (২৪ ঘন্টা)