অতুলচন্দ্র নাগ, ডোমকল: সাতসকালে নদীপথে দুর্ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর। মাঝ নদীতে নৌকাডুবি হয়ে তলিয়ে গেলেন এক কৃষক। এখনও তাঁর খোঁজ মেলেনি বলে খবর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরের কাতলামারী কার্গিল ঘাটের কাছে মরা পদ্মানদীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানিনগর থাকার পুলিশ। নিখোঁজ কৃষকের সন্ধান পেতে ইতিমধ্যে ডুবুরিদের নামানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া কৃষকের নাম সুজন শেখ ওরফে সুমন, বয়স ৩০ বছর। বাড়ি মোহনগঞ্জ রামনগর পাড়ায়। মঙ্গলবার সকালে নৌকাডুবির পর থেকেই স্থানীয় মানুষজন নদীতে জাল ফেলে তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ৩০ থেকে ৩৫ জন কৃষক প্রায় ২০টি সাইকেল নিয়ে নৌকায় উঠেছিলেন। মরা পদ্মানদী পার হয়ে ওপারে কার্গিল মাঠ ছিল তাঁদের গন্তব্য। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অতিরিক্ত ভারের চাপে মাঝনদী পর্যন্ত নৌকাটি যেতেই প্রবল বেগে দুলতে থাকে। নৌকায় জল উঠে তা উলটে যায়। নৌকার প্রায় সব যাত্রী সাঁতরে পাড়ে উঠে আসেন। কিন্তু সুজন নামে ওই কৃষক পাড়ে উঠতে পারেননি। তিনি একেবারে নৌকার নিচে পড়ে গিয়েছিলেন।
নিখোঁজ সুমনের বাবা গোলাপ শেখ নিজে ও তাঁর তিন ছেলে আলম শেখ, টুয়েল শেক ও সুজন ওরফে সুমন, সকলে মিলে ওই নৌকায় ছিলেন। গোলাপ শেখ জানান, “অতিরিক্ত যাত্রী ছিল নৌকায়। নৌকাটি ছেড়ে কিছু দূর যেতেই মাঝি যাত্রীদের নড়াচড়া করতে নিষেধ করেন। তারপরেই দেখি, নৌকার মেশিনের ফ্যানের কাছ দিয়ে জল উঠছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার পরেই একদিকে চাপ সৃষ্টি হওয়ায় নৌকা উলটে যায়।” নৌকার একেবারে নিচেই পড়ে যান সুমন। সম্ভবত সেই কারণেই তিনি জল থেকে সাঁতরে পাড়ে উঠতে পারেননি। তাঁকে উদ্ধার করতে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি।