রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য বাছাই নিয়ে টানাপড়েনের পটভূমিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগামী সম্ভাব্য স্থায়ী উপাচার্য আশুতোষ ঘোষের নির্বাচন ঘিরে নৈতিকতার প্রশ্ন উঠল। রসায়নের অধ্যাপক তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষের সঙ্গে হবু উপাচার্যদের চূড়ান্ত প্যানেলে থাকা আর এক জন আবেদনকারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্সের অধ্যাপক দেবতোষ গুহ এই প্রশ্ন তুলেছেন বলে দাবি। সুপ্রিম কোর্ট নিযুক্ত সার্চ কমিটির চেয়ারপার্সন প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতকে তিনি চিঠি দেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের বিষয়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস একমত হননি। সর্বোচ্চ আদালত তাই সার্চ কমিটিকে চূড়ান্ত ইন্টারভিউয়ে বিষয়টির নিষ্পত্তি করতে বলে। গত ১৯ অগস্ট সেই ইন্টারভিউয়ে আশুতোষ এবং দেবতোষ দু’জনেই ছিলেন। তাতে আশুতোষ স্থায়ী উপাচার্য নির্বাচিত হওয়ার পথে এগিয়ে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। যদিও বিষয়টি এখন সুপ্রিম কোর্টের হাতে রয়েছে। এবং এখনও কোনও ঘোষণা হয়নি।
এর পরেই গত ২০ অগস্ট দেবতোষের চিঠি সামনে এসেছে। তাতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য উচ্চ শিক্ষা সংসদ যখন স্থায়ী উপাচার্য বাছাই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন সংসদের সহ-সভাপতি আশুতোষ। এর পরে তিনি ওই দায়িত্ব থেকে সরে আসেন। বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে সংসদ কর্তা আশুতোষ নিজে আবেদনকারী হওয়ায় বিষয়টি নীতি বহির্ভূত বলে কয়েকটি মহলে প্রশ্ন উঠেছে। তবে আশুতোষের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এটা অহেতুক বিতর্ক। স্থায়ী উপাচার্য বাছাইয়ে উচ্চ শিক্ষা সংসদের কোনও ভূমিকা নেই। বরং রাজভবনের আধিকারিক কেউ সার্চ কমিটিতে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দেবতোষ এই চিঠি নিয়ে মন্তব্য করতে চাননি।