• প্রতিস্থাপন-মামলা
    আনন্দবাজার | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • স্বামীর কিডনি প্রতিস্থাপনের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন স্ত্রী। সম্প্রতি এ ব্যাপারে বিচারপতি অমৃতা সিংহের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার এবং দ্রুত শুনানির আবেদন করেন মহিলার আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস। বিচারপতি সিংহ মামলা দায়ের করার অনুমতি দিয়ে বলেন, ‘‘এ ভাবে প্রতিস্থাপনের বিষয়ে আদালত হস্তক্ষেপ করলে পরবর্তীতে সবাই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হবেন।’’ আজ, মঙ্গলবার মামলার শুনানি হতে পারে।

    আদালতের খবর, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা শেখ হাবিবুর রহমান। ২০২৪ সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো রাজ্যের স্বাস্থ্য দফতরে কিডনি প্রতিস্থাপনের আর্জিও জানায় ওই হাসপাতাল। স্বাস্থ্য দফতর থেকে জানায়, কিডনি প্রতিস্থাপনের সরকারি তালিকায় ২৬ নম্বরে আছেন হাবিবুর। ইতিমধ্যে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাবিবুরকে কিডনি দিতে এগিয়ে আসেন মধ্যমগ্রামের এক বাসিন্দা। কিডনি দাতা এবং গ্রহীতার সমস্ত মেডিক্যাল তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে স্বাস্থ্য দফতরের দ্বারস্থ হন হাবিবুর। অভিযোগ, কোনও কারণ ছাড়াই আবেদন খারিজ করে স্বাস্থ্য দফতর। এরপরেই হাই কোর্টে মামলা করেন হাবিবুরের স্ত্রী।

    হাবিবুরের পরিবারের আইনজীবীদের দাবি, তাঁকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। গুরুতর অসুস্থতার কথা বিচার করে দ্রুত প্রতিস্থাপনের নির্দেশ জরুরি বলে দাবি করেন তাঁরা।
  • Link to this news (আনন্দবাজার)