• ডায়েরি করাতে এসে থানারই মোবাইল চুরি, ধৃত মহিলা
    আনন্দবাজার | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • দারোগার দফতরেই চোরের হানা! সেই চোরের খোঁজে কার্যত ঘাম ছুটল পুলিশের। বিস্তর চেষ্টার পরে অবশ্য ধরা গিয়েছে অভিযুক্তকে। উদ্ধারও হয়েছে থানার চুরি যাওয়া ‘সম্পত্তি’। কিন্তু এ ভাবে চুরির ঘটনায় কানাঘুষো চলছে পুলিশের অন্দরেই।

    আদালত সূত্রের খবর, ধৃত মহিলার নাম ক্যান্ডিস ব্রাউন। সোমবার তাঁকে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে তোলা হলে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়। ধৃতের বিরুদ্ধে থানারই মোবাইল চুরির অভিযোগ উঠেছে।

    সূত্রের খবর, শনিবার নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি করতে এসেছিলেন এক মহিলা। কর্তব্যরত কর্মীদের তিনি ঝরঝরে ইংরেজিতে অসুবিধার কথা জানিয়ে জিডি করতে চান। সেই প্রক্রিয়া শুরুও হয়। কিন্তু আচমকা ‘উধাও’ হয়ে যান মহিলা। কিছু ক্ষণ পরে দেখা যায়, থানার সঙ্গে সর্বসাধারণের যোগাযোগের মোবাইলটি উধাও। বহু খুঁজেও সেটি না মেলায় খবর যায় আধিকারিকদের কাছে। থানার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই সুবেশা মহিলা মোবাইলটি নিয়েছেন। অবশেষে রবিবার সন্ধান মেলে ক্যান্ডিস নামে ওই মহিলার।

    ঘটনাটির কথা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্বীকার করেছেন। সূত্রের খবর, মাসখানেক আগে পার্ক স্ট্রিট থানা থেকেও একই ভাবে চুরির অভিযোগে গ্রেফতার হন ক্যান্ডিস। নেতা-মন্ত্রীদের মিছিলে হঠাৎ সামনে চলে যাওয়ার অভিযোগওরয়েছে তাঁর বিরুদ্ধে। কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘‘এর আগেও ওই মহিলা একাধিক ঘটনা ঘটিয়েছেন। তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে কিনা, তা চিকিৎসকই বলতে পারবেন।’’
  • Link to this news (আনন্দবাজার)