• সমন্বয় বৈঠকে বেআইনি পার্কিং নিয়ে ক্ষোভ মেয়র পারিষদের
    আনন্দবাজার | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • শহরের রাস্তায় পার্কিং ব্যবস্থার বেহাল দশা নিয়ে খোদ কলকাতা পুরসভার মেয়র পারিষদ (পার্কিং) ক্ষোভ উগরে দিলেন কলকাতা পুলিশের সামনে। সোমবার কলকাতা পুরভবনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে পুজোর সমন্বয় বৈঠক ছিল। যার নেতৃত্ব দেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকের শেষের দিকে মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘‘দিনকয়েক আগেসন্ধের দিকে বাড়ি ফিরছিলাম। রাসবিহারী মোড় থেকেগড়িয়াহাট মোড় পর্যন্ত রাস্তার দু’দিক পার্কিংয়ে ছেয়ে গিয়েছিল। আমার গাড়ি নড়ছিল না।বাধ্য হয়ে মোটরবাইকে চেপে বাড়ি ফিরি।’’

    শহরে বেআইনি পার্কিং নিয়ে মেয়র বহু বার ক্ষোভ প্রকাশ করেছেন। বেআইনি পার্কিং ঠেকাতেপুলিশের কাছে আবেদনও করেছেন। তা সত্ত্বেও কাজের কাজ যে কিছু হয়নি, এ দিনের বৈঠকে মেয়র পারিষদের (পার্কিং) বক্তব্যেই তা পরিষ্কার। বৈঠক শেষে এ বিষয়ে মেয়রকেজিজ্ঞাসা করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। বৈঠকে মেয়র বিভিন্ন দফতরকে অবিলম্বে রাস্তা সংস্কার করতে নির্দেশ দেন। সেখানে কলকাতা বন্দরকর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন একাধিক রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরেন পুর আধিকারিকেরা। পরে মেয়র বলেন, ‘‘বন্দর এলাকার একাধিক রাস্তার হাল খারাপ। আমি নিজে পরিদর্শনে যাব।’’

    এর পাশাপাশি, পূর্ত দফতর এবং কেএমডিএ-র নিয়ন্ত্রণাধীন বি টি রোড-সহ একাধিক রাস্তা পুজোরআগে ভাল ভাবে সারাতে নির্দেশ দেয় পুরসভা। পুজোর সময়ে বৃষ্টি হলে সেচ দফতরের আধিকারিকেরা যাতে পুরসভার নিকাশিদফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেন, সে বিষয়েও তাঁদের নির্দেশ দেওয়া হয়।
  • Link to this news (আনন্দবাজার)