• সোমে শুনানি হল না ফেডারেশন-পরিচালক মামলার! পাল্টা হাই কোর্ট গেলেন প্রযোজক রানা, কেন?
    আনন্দবাজার | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সোমবার দিনভর অপেক্ষা, হয়তো রাজ্যের উচ্চ আদালত ফেডারেশন-পরিচালক মামলার নতুন রায় দেবে। অপেক্ষাই সার। এ দিন হাই কোর্টে মামলাই উঠল না! আনন্দবাজার ডট কম-কে মামলাকারী পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভবত মঙ্গলবার ফের আদালতে তাঁদের মামলা উঠতে পারে। পাশাপাশি, এ দিন একই বিষয়কে কেন্দ্র করে নতুন মামলা দায়ের করলেন প্রযোজক রানা সরকার। তাঁর আইনজীবী আর্য ভট্টাচার্য জানিয়েছেন, প্রযোজক হিসাবে তাঁর বক্তব্য জানাতেই নতুন মামলা দায়ের।

    গত এক বছরেরও বেশি সময় ধরে চলছে ফেডারেশন-পরিচালক গিল্ডের বিবাদ। চলতি বছরের শুরুতে পরিচালক বিদুলা ভট্টাচার্য একা প্রথম ফেডারেশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাঁর সমর্থনে এগিয়ে আসেন ১৩ জন পরিচালক। মাসের পর মাস কাটলেও উচ্চ আদালত এখনও কোনও দিশা দেখাতে পারেনি। এ দিকে, দীর্ঘ কাজিয়ায় ক্ষতিগ্রস্ত পরিচালক-টেকনিশিয়ান উভয়েই। তাই মামলার দ্রুত নিষ্পত্তি চাইছেন মামলাকারী পরিচালকেরা। একই ভাবে নিষ্পত্তি চাইছেন হাই কোর্টের প্রধান বিচারপতিও।

    তার পরেও নির্দিষ্ট দিনে শুনানি হল না! কেন?

    এ প্রসঙ্গে মামলাকারী পরিচালকদের পক্ষ থেকে কিংশুক দে বলেন, “এ দিন নতুন মামলার সঙ্গে বেশ কিছু পুরনো মামলা নতুন করে কোর্টে ওঠে। সম্ভবত সেই কারণেই আমাদের মামলার শুনানি পিছিয়েছে।” তাঁর আশা, সব ঠিক থাকলে মঙ্গলবার তাঁদের মামলা আদালতে উঠতে পারে।

    সকলে যখন মীমাংসা খুঁজছেন, তখন একই বিষয়ে নতুন করে মামলা দায়েরের কারণ কী? এত দিন কোথায় ছিলেন প্রযোজক রানা!

    বিষয়টি এখন বিচারাধীন। তাই মামলাকারী প্রযোজক কোনও বক্তব্য রাখেননি। তাঁর হয়ে কথা বলেছেন আইনজীবী আর্য ভট্টাচার্য। তিনি বলেছেন, “নতুন কমিটি গঠনের প্রসঙ্গটি আনন্দবাজার ডট কম মারফৎ জেনেছেন আমার মক্কেল। তার পরেই তিনি জানান, দিনের শেষে সমস্ত ভালমন্দের দায় প্রযোজকের উপরে বর্তায়। অথচ, কেউ তাঁদের বক্তব্য জানতে চাইছেন না।” নিজের মতামত জানাতেই তিনি পৃথক মামলা দায়ের করেছেন। সোমবার তাঁর মামলাও আদালতে ওঠার কথা ছিল। কিন্তু তা হয়নি। সব ঠিক থাকলে মঙ্গলবারে ফের তাঁর মামলাও হাই কোর্টে ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজকের আইনজীবী।
  • Link to this news (আনন্দবাজার)