• পুজোর আগে একাধিক জেলায় সুফল বাংলার আরও ৪০টি স্টল
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে কলকাতাসহ বিভিন্ন জেলায় সুফল বাংলার আরও ৪০টি স্টল খোলা হচ্ছে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রাজ্যে মোট স্টলের সংখ্যা বেড়ে হচ্ছে ৭৪৫। পুজোর উৎসবের সময় আরও সাধারণ মানুষ যাতে ন্যায্য ও কম দামে সবজি, ফলসহ অন্যান্য খাদ্য সামগ্রী কিনতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুফল বাংলার মোবাইল স্টল চালানোর জন্য আরও ৫০টি গাড়ির অর্ডার দেওয়া হয়েছে। কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী জানিয়েছেন, সুফল বাংলার স্টল থেকে খুচরো বাজারের থেকে ১৫-২০ শতাংশ কম দামে সবজিসহ অন্যান্য খাদ্যসামগ্রী পাওয়া যায়। চাষিদের কাছ থেকে ১০০টি জায়গায় সরাসরি সবজি কিনে তা স্টল মারফত বেচা হয়। এতে একদিকে চাষিরা ন্যায্য দাম পান এবং সাধারণ মানুষও খুচরো বাজারের থেকে বেশ কিছুটা সস্তায় সবজি পান। সাধারণত দেখা যায় পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে সবজির দাম অনেকটাই বেশি হয়। যেমন, এখন পাইকারি বাজারে অধিকাংশ সবজি ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু খুচরো বাজারে দাম ৬০-৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বেগুনের দাম তো খুচরো বাজারে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা। সেখানে সুফল বাংলার স্টলে ৫৫-৬৫ টাকা দরে বেগুন বিক্রি হচ্ছে। খুচরো বাজারে টম্যাটো ৬০ টাকা। সেখানে সুফল বাংলায় দাম ৪৪ টাকা। আগামী দিনে সুফল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন দপ্তর।
  • Link to this news (বর্তমান)