• সতর্ক থাকুন, নেপালে থাকা ভারতীয়দের জন্য বার্তা দিল্লির
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • জ্বলছে নেপাল। অগ্নিগর্ভ দেশের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। প্রতি মুহূর্তে বদলাচ্ছে সে দেশের ছবি। সরকারের বিরুদ্ধে জেন জি়র ক্ষোভের আগুনে জ্বলছে একাধিক নেতা-মন্ত্রীর বাড়ি। রাষ্ট্রপতি ভবনে ভাঙচুর হয়েছে। এই আবহে নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দিল্লি।

    নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস তাদের এক্স হ্যান্ডলে দিল্লির দেওয়া একটি প্রেস বিবৃতি শেয়ার করে জানিয়েছে, নেপালের পরিস্থিতির দিকে কড়া ভাবে নজর রাখছে তারা। একই সঙ্গে জানানো হয়েছে, নেপালে থাকা ভারতীয়রা যেন সাবধানে থাকেন, সতর্ক থাকেন। সে দেশের তরফে কী নির্দেশিকা জারি করা হচ্ছে, তা যেন খেয়াল রাখেন।

    দিল্লির তরফে জানানো হয়েছে, ‘নেপালের পরিস্থিতির দিকে নজর রাখছি। বহু তরুণ প্রাণ চলে গিয়েছে, তা খুবই দুঃখের। তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা দেখেছি কর্তৃপক্ষ কাঠমান্ডু-সহ বিভিন্ন জায়গায় কার্ফু জারি করেছে। নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে চলতে বলা হচ্ছে।’

    সম্প্রতি নেপালে নিষিদ্ধ হয়েছে ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। নেপাল সরকার এই সংস্থাগুলির কাছ থেকে প্রয়োজনীয় নথি চাইলেও তা দেয়নি। সাত দিনের ডেডলাইন না মানায় এই প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ করা হয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়েছে সে দেশের তরুণ সমাজ। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে জেন জ়ি।

    কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারত-নেপাল সীমান্তে। ভারতের বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও পশ্চিমবঙ্গ— পাঁচ রাজ্য নেপালের সীমান্তবর্তী। নজরদারি বাড়ানো শুরু হয়েছে সেখানে।

  • Link to this news (এই সময়)