খেলনা ভেবে দেশি পিস্তল নাড়াচাড়া করছিল, গুলি করার অভিনয় করতে গিয়েই সব শেষ! ৫ বছরের নাবালকের মর্মান্তিক পরিণতি
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দেশি পিস্তলটিকে ভেবেছিল খেলনা। ঘরে ঢুকেই সেই পিস্তল নিয়ে খেলাধুলা করছিল পাঁচ বছরের নাবালক। গুলি করার অভিনয় করতে গিয়ে ট্রিগারে হাত পড়ে যায় তার। তাতেই ঘটে বিপত্তি। সেই বন্দুক থেকে সরাসরি গুলি লাগে তার মাথায়। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলি বেহর জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছরের নাবালক খেলনা ভেবে দেশি পিস্তল নিয়ে খেলাধুলা করছিল। অসাবধানতাবশত সেই পিস্তল নিয়ে খেলার সময়েই গুলিবিদ্ধ হয় সে। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তার।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চিতোলি গ্রামে। দেশি পিস্তলটি আসলে পাঁচ বছরের দেবাংশুর বাবার। সেটি বাড়ির এক ঘরে এক বাক্সের মধ্যে রাখা ছিল। আগে থেকেই ওই পিস্তলের উপর কৌতূহল ছিল তার। এদিন পিস্তলটি খেলনা ভেবে নাড়াচাড়া করছিল। আচমকাই ট্রিগার চেপে ফেলে। দেশি পিস্তল থেকে বন্দুক এসে লাগে তার মাথায়।
গুলির আওয়াজ পেয়েই পরিবারের সদস্যরা সেই ঘরে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় নাবালককে লুকিয়ে থাকতে দেখেন সকলে। তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ।
ইতিমধ্যেই নাবালকের বাবাকে আটক করেছে পুলিশ। বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে এই দেশি পিস্তল তাঁর কাছে এল, কারা এই পিস্তল পাচার করেছেন, কারা জড়িত আছেন, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, গত সপ্তাহেই অসাবধানতাবশত বন্দুক চালাতে গিয়ে ভাইয়ের ছোট্ট ভুলে এক নাবালকের প্রাণ যায়। বাগানেই রাখা ছিল বাবার বন্দুক। খোলা জায়গায় বন্দুকটি রাখা ছিল, শুধুমাত্র বাঁদরের দলকে ভয় দেখাতে। বাগানে ফুল, ফল নষ্ট করে দেয় বাঁদর। সেই উপদ্রবেই বন্দুকটি রাখা ছিল এক কোণে। দুই ভাই খেলতে খেলতে সেই বন্দুকটি হাতে তুলে নেয়। এরপরই ঘটল চরম পরিণতি। খেলার ছলে বন্দুকটি হাতে তুলে নেয় সাত বছরের নাবালক। অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। সঙ্গে সঙ্গে গুলি ছিটকে লাগে নয় বছর বয়সি নাবালকের বুকে। ভাইয়ের ছোট্ট ভুলে নাবালক দাদার রক্তে ভেসে যায় ফুলের বাগান।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের সিরসি জেলায়। খেলাধুলার সময় এয়ার গান থেকে গুলি ছিটকে পড়ে নয় বছর বয়সি নাবালকের শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নাবালকের বাবার নাম বাসাপ্পা উদিয়ার। সোমানালি গ্রামের এক বাড়িতে কাজ করেন তিনি। সাত বছর বয়সি ছোট ভাইয়ের সঙ্গে নাবালক বাড়ির বাইরেই খেলাধুলা করছিল।
জানা গেছে, বাড়ির বাগানেই বন্দুকটি রাখা ছিল। বাগান পাহারা দেওয়ার জন্য বাঁদরের উপদ্রব থেকে বাঁচতেই বিশেষত বন্দুকটি সেখানে রাখা ছিল। সেটি নজরে পড়ে দুই ভাইয়ের। খেলতে খেলতে সেই বন্দুকটি তুলে নেয় মৃত নাবালকের ভাই। অসাবধানতাবশত বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে দেয়। গুলি ছিটকে লাগে নাবালকের বুকে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় বাগানেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক। নাবালকের দেহটি ময়নাতদন্তের জন্য সিরসি হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।