চাষের জমিতে 'মৃতদেহ'! পুলিশ আসতেই উঠে দাঁড়াল 'ভূত', কথাও বলল, ভয়ের চোটে পড়িমরি করে দৌড় গ্রামবাসীদের
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চাষের জমিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও তাঁকে নড়াচড়া করতে দেখেননি কেউ। সকলেই ভেবেছিলেন এটি মৃতদেহ। কিন্তু পুলিশ আসতেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন সকলে। পুলিশ উদ্ধারের চেষ্টা করতেই উঠে দাঁড়িয়ে কথা বলেন ওই যুবক। কিন্তু গ্রামবাসীদের মনে হয়, এটি যেন ভূত! গোটা ঘটনায় আতঙ্কে, ভয়ে শিউরে ওঠেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। চাষের জমিতে লুটিয়ে ছিলেন এক যুবক। কৃষকরা ও পুলিশ ভেবেছিল তিনি মৃত। ছয় ঘণ্টা তাঁকে অচৈতন্য অবস্থাতেই পড়ে থাকতে দেখে সকলে অনুমান করেছিলেন, তিনি হয়তো মারা গেছেন। চাষের জমি থেকে সেই 'মৃতদেহ' তোলার চেষ্টা করছিলেন সকলে মিলে। টানা ছয় ঘণ্টা ওই যুবক হঠাৎ বলে ওঠেন, 'আমি বেঁচে আছি!'
পুলিশ সূত্রে জানা গেছে, খুরাই থানার অন্তর্গত এক প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি ঘটেছে। সন্ধ্যায় কয়েকজন গ্রামবাসী জানান, ধানোরা ও বাংখারিয়া গ্রামের মাঝে রাস্তার ধারে একটি চাষের জমির কাদায় এক যুবক চিৎ করে শুইয়ে রয়েছে। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরেও যুবককে নড়াচড়া করতে দেখেননি কেউ। তা দেখেই সকলের মনে হয়েছিল, যুবক মারা গেছেন। কেউ বা কারা তাঁর মৃতদেহ চাষের জমিতে রেখে পালিয়ে গেছেন। সন্দেহের বশেই পুলিশে খবর দেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের থেকে অভিযোগ পেয়েই পুলিশ আধিকারিক হুকুম সিং তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন কয়েক পুলিশ কর্মীও। উৎসুক জনতা ততক্ষণে ভিড় জমান সেখানে। সকলেই দেখেন, পুলিশও যুবককে মৃত ভেবে তদন্ত চালাচ্ছে। প্রাথমিক তদন্তের পরেই যুবককে গাড়িতে তোলার চেষ্টা করেন সকলে। সেই সময়েই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
উত্তেজিত জনতা ও পুলিশ যখন যুবককে মৃত ভেবে গাড়িতে তোলার চেষ্টা করেন, তখনই কাদাজল থেকে উঠে দাঁড়ান তিনি। ধীরে ধীরে সকলকে বলেন, 'স্যার, আমি বেঁচে আছি!' ঘটনাটি দেখেই বাকরুদ্ধ হয়ে যান সকলে। এমনকী পুলিশের চোখ ছানাবড়া হয়ে যায়। অনেকেই ভাবেন এটি হয়তো অদ্ভুতুড়ে কাণ্ড। ভয়ে গ্রামবাসীরাও পিছনে সরে যান।
এর পরেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় যুবক জানান, তিনি অত্যন্ত বেশি মদ্যপান করেছিলেন। হাঁটাচলার ক্ষমতা তো দূর অস্ত, কোনও জ্ঞান ছিল না তাঁর। তাই মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি থামিয়ে টানা কয়েক ঘণ্টা চাষের জমিতে লুটিয়ে ছিলেন। এমনই মত্ত অবস্থায় ছিলেন, সেই জমি থেকে ওঠার ক্ষমতাও ছিল না তাঁর। অচৈতন্য অবস্থায় সেভাবেই পড়ে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। আর অদূরে ছিল তাঁর মোটরবাইক।
ঘটনাটি ঘিরে হকচকিয়ে যান গ্রামবাসীরা। এখনও যেন অবিশ্বাস্য সকলের কাছে। অনেকেই জানিয়েছেন, গ্রামে এই ধরনের ঘটনা প্রথমবার ঘটেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 'আমরা ভেবেছিলাম, জমিতে একটি মৃতদেহ পড়ে আছে। কয়েক ঘণ্টা যুবকে উঠে দাঁড়িয়ে কথা বলতে দেখেই সকলের মনে হয়েছে এটি যেন ভুতুড়ে কাণ্ড। সকলে যেন চোখের ভূত দেখছেন।' জানা গেছে, যুবককে সুস্থ ও স্থিতিশীল করে সাবধানে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ। কিন্তু ঘটনাটি ঘিরে চাঞ্চল্য কমেনি। এখনও তার ঘিরে শোরগোল এলাকায়।