আজকাল ওয়েবডেস্ক: কর্নাটকের শিবমোগা এবং বিজয়পুরা জেলায় ঈদ মিলাদের মিছিল ঘিরে বিতর্ক দেখা দেয়। শিবমোগায়, তারিকেরে রোডের গান্ধী সার্কেলের কাছে একটি মিছিলে একদল যুবককে "পাকিস্তান জিন্দাবাদ" বলে চিৎকার করতে শোনা যায়। ১২ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইহই কাণ্ড। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করে পুলিশ।
ভয়াবহ এই ঘটনাটি সোমবার রাত আটা নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে। ঈদ মিলাদের ওই মিছিলে অংশগ্রহণকারীদের ডিজে সঙ্গীতের তালে নাচতে নাচতে স্লোগান দিতে শোনা যায়।
ভাইরাল হওয়া ক্লিপের প্রতিক্রিয়ায়, শিবমোগা পুলিশ সুপারিনটেনডেন্ট বলেছেন, "সোমবার ভদ্রাবতীতে পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। আমরা একটি এফআইআর নথিভুক্ত করছি এবং ভিডিও ক্লিপে দেখতে পাওয়া ব্যক্তিদের সনাক্ত করছি। ভিডিওটি কোথায় রেকর্ড করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও সেখানে কারা চিৎকার করেছেন এবং ভিডিওটির সত্যতা যাচাই করার কাজ চলছে। তারপরে তদন্ত শুরু করা হবে।"
এদিকে, বিজয়পুরায়, গত ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদ উদযাপনের সময় একটি উস্কানিমূলক অডিও ট্র্যাক বাজানোর জন্য পুলিশ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। অডিওতে বলা হয়েছে, "১৫ মিনিট কে লিয়ে পুলিশ কো হটাও, বাতাতে হ্যায় কৌন কিস মে দম হ্যায়, হিন্দুস্তান বানা দেখাইয়ে (১৫ মিনিটের জন্য পুলিশকে সরিয়ে দিন, আমরা দেখাবো কার আসল শক্তি আছে, তাহলে তাদের হিন্দুস্তান তৈরি করতে দিন)।"
মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছে ডিজে গাড়ির মালিক, ডিজে অপারেটর, এবং ইনস্টাগ্রাম আইডি ‘MT Touseef15s’। গান্ধী চক থানায় সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পুলিশ অফিসার জি কে দেবকর মামলাটি দায়ের করেছেন।