কেউ চুলের মুঠি ধরে টানাটানি করছেন, কেউ লাঠি দিয়ে বেধড়ক মার! মন্দিরের দান নিয়ে দুই তরুণীর হাতাহাতি দেখে হতবাক পুণ্যার্থীরা ...
আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মন্দিরের দান সংগ্রহ নিয়ে প্রতিযোগিতা! তার জেরে দুই তরুণীর মধ্যে ব্যাপক হাতাহাতি। চুলের মুঠি ধরে টানাটানি, লাথি, ঘুষি, চড়, থাপ্পড়, এমনকী লাঠি দিয়ে মারধর। কিছুই বাদ পড়ল না। মন্দিরের বাইরে দুই তরুণীর হাতাহাতি দেখে রীতিমতো চোখ ছানাবড়া পুণ্যার্থীদের। যে ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায় খাটু শ্যাম মন্দিরের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর কতুবর চকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। মন্দিরের ৫০ মিটারের মধ্যেই দুই মহিলার চুলোচুলি দেখে ভিড় জমে যায়। এমনকী তাঁদের লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা করতেও দেখা গেছে।
মন্দিরের বাইরে দুই মহিলার চুলোচুলির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গেছে, দুই মহিলাই ভিন্ন ভিন্ন সংগঠনের তরফে পুণ্যার্থীদের থেকে দান সংগ্রহ করছিলেন। সেই দান সংগ্রহ ও সংগঠনের কাছে তুলে দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজনেই।
তবে দুজনের মধ্যে তুমুল বচসা কীভাবে শুরু হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে একজন বলতে শোনা গেছে, 'ও তো নিয়েই পালিয়ে যায়!' কী নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ওই তরুণী, তা জানা যায়নি। দুজনের পরনেই ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। সামান্য কথা কাটাকাটি থেকেই হাতাহাতি শুরু হয়। এরপর লাঠি দিয়ে একে অপরকে পেটাতে শুরু করেন।
প্রথম প্রথম পথচলতি মানুষ দেখেও কোনও পদক্ষেপ করেননি। কিন্তু বিষয়টি গুরুতর আকার নিলে, দুই তরুণীকে থামাতে এগিয়ে আসেন বহু মানুষ। এরপর দুজনের হাত থেকে লাঠি কেড়ে নেওয়া হয়। যে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই হতবাক নেটিজেনরাও।
প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসেই এমন একটি ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে। স্কুলের বাইরে আচমকা শোরগোল। দুই কিশোরীর কাণ্ডকারখানা দেখে স্তম্ভিত আশেপাশের লোকেরা। মুহূর্তে জমে গেল ভিড়। চেষ্টা করেও কিশোরীদের থামাতে পারছেন না কেউ। এমন চুলোচুলি দেখে বুঝতেও পারছেন না, কারণ কী। অবশেষে পুলিশ এসে জানতে পারল, হাতাহাতির আসল কারণ। যা শুনেই রীতিমতো মাথায় হাত তাদের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপাতে। মঙ্গলবার আমিনগর সরাই শহরের এক স্কুলের বাইরে ব্যাপক চুলোচুলি করে দশম শ্রেণির দুই কিশোরী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একে অপরকে ঘুষি, চড়, থাপ্পড় মারতে। এমনকী চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করতেও দেখা যায় তাদের। হাতাহাতির সময় দু'জনের পরনে ছিল স্কুলের নীল, সাদা পোশাক।
স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা দু'জনেই একটি ছেলেকে পছন্দ করে। সেই পড়ুয়া তাদের স্কুলের ছাত্র। তার সঙ্গে দু'জনেই কথা বলে। সম্প্রতি বিষয়টি জানতেই দু'জনে মেজাজ হারায়। স্কুলের বাইরে বেরিয়ে একে অপরের উপর হামলা চালায়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।