• ভয়াবহ ভূমিধসের মুখে হিমাচল প্রদেশ, প্রাণ গেল এক মহিলার, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে পরিবার...
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের কুলু জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় বেঘোরে প্রাণ গেল এক মহিলার। তাঁর পরিবারের আরও চার সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে, কুলুর নির্মান্ড এলাকার শারমানি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১টা ৩০ মিনিটে ভয়াবহ ভূমিধসের ফলে দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বারের্তি দেবী নামে এক মহিলার মরদেহ। তিনি শিব রাম নামে এক ব্যক্তিকর স্ত্রী। বর্তমানে নিখোঁজ রয়েছেন পরিবারের আরও চার সদস্য চুননী লাল, অঞ্জু, জাগ্রতী ও পুপেশ। তাদের উদ্ধারের জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। জানা গিয়েছে, ধর্মদাস, তাঁর স্ত্রী কালা দেবী এবং শিব রাম নামে তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    স্থানীয়রা জানান, শিব রাম উঠোনে ঘুমিয়ে থাকায় প্রাণে বেঁচে যান, তবে গুরুতর আহত হন। তিনজনকেই তড়িঘড়ি করে স্থানীয় নির্মান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ভোগা রাম জানান, রাত প্রায় দুটোর সময় গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দেওয়া হয়। বর্তমানে গ্রামবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রবল বর্ষণের ফলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

    পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং রাতের বেলা যাতায়াত এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।  কিছুদিন আগেই কুলুতে এক বিশাল ভূমিধসে অন্তত সাতজন কাশ্মীরি শ্রমিকের প্রাণহানি ঘটে। ঘটনায় জখম হন আরও কয়েকজন। কুলুর দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসন। ভূমিধসে দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। দুর্গম ভূখণ্ড ও অবিরাম ধসকবলিত মাটি উদ্ধারকার্যের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। নিহতরা সকলেই কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়।

    কুলু প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতরা সকলেই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার তুলাইল এলাকার বাসিন্দা। তাঁরা জীবিকার সন্ধানে হিমাচলে এসেছিলেন এবং স্থানীয়ভাবে শ্রমিকের কাজ করছিলেন। এই মৃত্যুর খবরে তাঁদের পরিবার ও গ্রামাঞ্চলে শোকের ছায়া নেমে আসে। টানা প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হিমাচল ও কাশ্মীর। সম্প্রতি হিমাচল প্রদেশ ও জম্মু–কাশ্মীর দুই রাজ্যই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে। গত ১৪ আগস্ট জম্মু–কাশ্মীরের কিশতওয়ার জেলার চশোটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে ৬৭ জনের মৃত্যু হয় এবং ১০০ জনেরও বেশি আহত হন। মৃতদের মধ্যে বেশিরভাগই মাচাইল মাতা যাত্রার তীর্থযাত্রী ছিলেন। ২৬ আগস্ট রেয়াসি জেলার ত্রিকূট পাহাড়ে ভূমিধসে অন্তত ৩৫ জন বৈষ্ণো দেবী যাত্রার তীর্থযাত্রী প্রাণ হারান। তখন যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকলেও অনেকে আশ্রয় নিয়েছিলেন পথে একটি শিবিরে, যা মুহূর্তেই ধসে পড়ে।
  • Link to this news (আজকাল)