• মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা, একসঙ্গে ৩০ জন কৃষককে নিয়ে পদ্মায় ডুবে গেল নৌকা, নামানো হল ডুবুরি...
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষকদের নিয়ে পারাপার করার সময় ভয়াবহ নৌকাডুবির ঘটনা। পদ্মা নদীতে ডুবে গেলেন কমপক্ষে ৩০ জন কৃষক। স্থানীয়দের চেষ্টায় বেশিরভাগ কৃষককে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রাণীনগর থানার অন্তর্গত কার্গিল ঘাটের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই চাষীর নাম সুজন শেখ (৩০)। তাঁর বাড়ি রানীনগর থানার অন্তর্গত রামনগর গ্রামে। নিখোঁজ ওই কৃষকের সন্ধানে পদ্মানদীতে ডুবুরিরা তল্লাশি শুরু করেছেন।  

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ২৫ -৩০ জন কৃষক একটি মোটর চালিত নৌকা করে কার্গিল ঘাট থেকে চরের জমিতে যাচ্ছিলেন চাষের কাজ করার জন্য। নৌকাটি যখন পদ্মা নদীর মাঝামাঝি ছিল সেই সময় যান্ত্রিক কোনও ত্রুটির কারণে হঠাৎ করেই নৌকার মধ্যে ফুঁটো হয়ে যায় এবং তার ভেতরে হু হু করে জল ঢুকতে থাকে। ঘটনার সময় নৌকাটি মাঝ নদীতে থাকায়,  মাঝি সেটিকে পাড়ের দিকে ফিরিয়ে আনতে পারেননি। মুহূর্তের মধ্যে নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। স্থানীয়রা জানিয়েছেন নৌকাডুবির ঘটনায় সময় তার মধ্যে থাকা প্রায় ৩০ জন কৃষক জলে পড়ে যান। তাঁদের তলিয়ে যেতে দেখে ঘাট থেকে অন্য কয়েকটি নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন কার্গিল ঘাট থেকে নৌকা করে রানীনগরের সরন্দাজপুর ,রামনগর, মোহনগঞ্জ ,পরানপুর ,পালপাড়া, হালদারপাড়া-সহ একাধিক গ্রামের কয়েক'শ কৃষক  চরের জমিতে চাষের কাজ করতে যান। রানীনগর ২ ব্লকের যুব তৃণমূল নেতা মিলন শেখ বলেন, 'নৌকাডুবির ঘটনার খবর পাওয়ার পরই আমরা এলাকায় চলে আসি। স্থানীয় মানুষ এবং মাঝিদের সহায়তা নিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। পরে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে চলে আসেন এবং ডুবুরি দিয়ে নদীতে তল্লাশি শুরু হয়েছে।' সূত্রের খবর, বর্তমানে চরের জমিতে কালাই-সহ অন্য কয়েকটি ফসল চাষ করেছেন  রানীনগরের বিভিন্ন  গ্রামের কৃষকরা। রোজ সকালে তাঁরা নৌকা করে চরের জমিতে চাষ করতে যান এবং দুপুর নাগাদ সেখান থেকে নৌকা করেই ফিরে আসেন।
  • Link to this news (আজকাল)