সংবাদদাতা, নকশালবাড়ি: নেপালে অশান্ত পুরিস্থিতির জেরে কার্যত স্তব্ধ পানিট্যাঙ্কি এলাকা। আজ, মঙ্গলবার সকাল থেকে এই চিত্রই ফুটে উঠল ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে। সীমান্তে একাধিক দোকান খোলা থাকলেও হাতেগোনা মাত্র গ্রাহক। উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নেপালে অশান্তির ফলে এলাকার ব্যবসায় টান পড়েছে।পাশাপাশি সীমান্ত সংলগ্ন এলাকায় আটকে রয়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাকও। এর ফলে স্থানীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য ঘিরেও দেখা দিয়েছে সমস্যা। ঘটনায় এলাকার ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। অন্যদিকে নেপালের অশান্তির আঁচ যাতে ভারতে কোনওভাবে না পড়ে তার জন্য এসএসবির পাশাপাশি জেলা পুলিসের অতিরিক্ত পুলিস বাহিনীও সীমান্তে মোতায়েন করা হয়েছে। এছাড়া এদিন সকাল থেকেই সীমান্ত এলাকায় চলেছে এসএসবির রুট মার্চ।