• সাত সকালেই মুর্শিদাবাদের রানিনগরে নৌকাডুবি
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সাত সকালেই মুর্শিদাবাদের রানিনগরে নদীতে নৌকাডুবি। তলিয়ে গেলেন দুই কৃষক। একজনকে উদ্ধার করা গেলেও, অপর একজনের সন্ধান এখনও পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে রানিনগর থানার পুলিশ, রয়েছে ডুবুরিও। শুরু হয়েছে উদ্ধারকাজ। নৌকাডুবির ঘটনাটি ঘটেছে রানিনগরের কাতলামারী কার্গিলের পদ্মার শাখা নদী ওরফে মরা পদ্মাতে। সূত্রের খবর, সারা বছরই ওই নদীতে জল কম থাকায় হেঁটেই চাষের কাজে জমিতে যান কৃষকরা। কিন্তু এখন বর্ষাকাল হওয়ায় নদীর জল বেশি রয়েছে।তাই নৌকাই ভরসা। তাতে করেই রোজকারের মতো আজ, মঙ্গলবার সকালে চাষ করে  ফিরছিলেন বেশ কয়েকজন কৃষক। আচমকাই মাঝ নদীতে নৌকাডুবি হয়। সবাই জলে পড়ে গেলেও সাঁতার কেটে পাড়ে উঠে যান। কেবল তলিয়ে যান দুই কৃষক। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও খোঁজ পাওয়া যায়নি অপর এক কৃষকের। তাঁর নাম সুজন শেখ ওরফে সুমন(৩০)। তাঁর খোঁজেই তল্লাশি শুরু হয়েছে। সূত্রের খবর, নৌকাটিতে এদিন অতিরিক্ত যাত্রী উঠে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 
  • Link to this news (বর্তমান)