নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: লরির ধাক্কায় বাসযাত্রীর হাত কেটে পড়ল রাস্তায়। দুর্ঘটনাটি আজ, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে ১২ নম্বর জাতীয় সড়কের উপর, একটি বেসরকারি হাসপাতালের কাছে ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের মধ্যে বসে জানলা দিয়ে বাইরে হাত ঝুলিয়ে রেখেছিলেন ওই যাত্রী। উল্টোদিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি এসে ধাক্কা মারে বাসটিতে। তখনই ওই যাত্রীর হাত কেটে রাস্তায় পড়ে যায়।তাঁকে উদ্ধার করে অন্য বাসযাত্রীরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। যদিও ওই যাত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বাস ও লরির ড্রাইভার, দু’জনেই পলাতক। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।