• ১০ দিনের সদ্যোজাতকে চুরির অভিযোগ! আমতার গ্রামীণ হাসপাতালে ভাঙচুর চালাল ক্ষুব্ধ জনতা
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ১০ দিনের সদ্যোজাত চুরির অভিযোগকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার উত্তেজনা ছড়াল হাওড়ার আমতা গ্রামীণ হাসপাতালে। সেই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠল ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। খবর পেয়ে পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ১০ দিন আগে আমতার একটি নার্সিংহোমে চন্দ্রপুরের বাসিন্দা মন্দিরা বাগ একটি শিশু সন্তানের জন্ম দেন। শিশুটির কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, তারপরেই চারদিন আগে পরিবারের সদস্যরা তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।পরিবারের অভিযোগ, আজ, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ এক মহিলা নিজেকে আশাকর্মী পরিচয় দিয়ে শিশুটিকে ইনজেকশন দেওয়ার নাম করে তাঁর মায়ের কাছ থেকে নিয়ে যায়। তারপর থেকেই শিশু ও ওই আশাকর্মীকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। এমনকী হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠে তাঁদের বিরুদ্ধে। নিখোঁজ শিশুটিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমতা গ্রামীণ হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে মন্দিরা বাগের পরিবারের লোকজন। খবর পেয়ে আমতা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে আসে। শিশুর পরিবারের অভিযোগ হাসপাতালে সিসিটিভি ক্যামেরা না থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।
  • Link to this news (বর্তমান)