নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁধাঘাটে এটিএম মেশিন থেকে টাকা তুলতে গিয়েছিলেন হাওড়ার সালকিয়ার এক বাসিন্দা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে কার্ড ঢোকাতেই দেখা দেয় সমস্যা। টাকা তোলার জন্য সব প্রক্রিয়া করে তিনি দেখেন টাকা কিছুতেই উঠছে না। সঙ্গে তাঁর এটিএমের কার্ডও আটকে যায় মেশিনে। তখনই চিন্তা করতে থাকেন ওই ব্যক্তি। সেই সময়ে তিনি দেখেন এটিএম মেশিনের উপর লেখা রয়েছে হেল্পলাইন নম্বর। তাতে ফোন করেন ওই ব্যক্তি। নিজের সমস্যার কথা জানান। তখন ফোনের ওপার থেকে জালিয়াতরা বলেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ভিডিও কল করুন।সেইমতো ওই অভিযোগকারী ভিডিও কল করলে তাঁকে জালিয়াতরা বলেন, এটিএম কার্ড দেখান, পিন বলুন। নির্দেশমতো, সবটাই করেন ওই ব্যক্তি। অভিযোগ, তারপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা তুলে নেয় ওই জালিয়াতরা। গোটা বিষয়টি মালিপাঁচঘরা থানায় জানান ওই প্রতারিত ব্যক্তি। তদন্ত করতে গিয়ে পুলিস দেখে এইভাবে দীর্ঘদিন ধরেই ওই এটিএমে জালিয়াতি চক্রটি চলছে। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। এটিএম মেশিনে লেখা নম্বর দিয়ে জালিয়াতদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।