কুণাল ঘোষকে লন্ডন ও আয়ারল্যান্ড সফরে অনুমতি দিল হাইকোর্ট। কুণাল ঘোষের বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবী অয়ন চক্রবর্তী হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার হাইকোর্টে সিবিআই একটি বিজ্ঞপ্তি পেশ করে।
এরপরে বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের সাধারণ রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে বিদেশে যাওয়ার অনুমতি দেন। আগের শর্ত বহাল রেখেই অনুমতি মেলে। বিদেশে যাওয়ার আগে আদালতে ৫ লক্ষ টাকা জমা রাখতে হয় কুণালকে। তারপরে বিদেশ থেকে ফিরে এলে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। এবারেও তার অন্যথা হয়নি।
সারদাকাণ্ডে নাম জড়িয়েছিল কুণাল ঘোষের। এরপরে ২০১৭ সালে তাঁর জামিন হয়। তারপর থেকে বিভিন্ন কারণে কুণালকে বিদেশে পাড়ি দিতে হয়। এর আগেও সাংস্কৃতিক কারণে অথবা আনুষাঙ্গিক কারণে লন্ডনে যান তিনি। সারদা কাণ্ডে নাম জড়ানোর পর থেকে কুণাল ঘোষের পাসপোর্ট আদালতে জমা থাকে। তাই প্রতিবারে বিদেশে যাওয়ার আগে আদালতের অনুমতি নিতে হয় তাঁকে।
সোমবার কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে বলেন, কুণাল আদালতের সব নির্দেশ পালন করেন। এরপরে বিচারপতি শুভ্রা ঘোষ আদালতে সমস্ত কিছু বিচার করে কুণালকে বিদেশ সফরের অনুমতি দেয়। শর্তসাপেক্ষ ভাবে বিদেশ সফরের অনুমতি দেওয়া হয় তাঁকে। চলতি বছরের মার্চ মাসেও বিদেশ সফরে গিয়েছিলেন কুণাল ঘোষ। আদালত থেকে নির্দেশ ছিল ২১ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যেই ফিরে আসতে হবে তাঁকে। সেই মতো কুণাল ফিরেও এসেছিলেন। এবার আদালতে ৫ লক্ষ টাকা জমা রেখে বিদেশে যাওয়ার অনুমতি পেলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।