• তরুণী রোগীকে ইঞ্জেকশনে অজ্ঞান করে ধর্ষণ! তেলেঙ্গানায় অভিযুক্ত হাসপাতাল কর্মী
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ করার অভিযোগ উঠল হাসপাতালেরই কর্মীর বিরুদ্ধে। তেলেঙ্গানার করিমনগর জেলার একটি বেসরকারি হাসপাতালে ঘটে গেল এমনই চাঞ্চল্যকর ঘটনা। সম্প্রতি ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে দীপিকা প্রাইভেট হাসপাতালে ভর্তি হন ওই তরুণী। তাঁর অভিযোগ, চিকিৎসার ছুঁতোয় তাঁকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে হাসপাতালের কর্মী। তারপর তরুণীকে ধর্ষণ করা হয়।

    জানা গিয়েছে, অভিযুক্ত ওই হাসপাতাল কর্মচারীর নাম দীক্ষিত। ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে তেলেঙ্গানা পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত স্বাস্থ্যকর্মী দীক্ষিতের বিরুদ্ধে ধর্ষণের মামলা এনে তদন্ত শুরু হয়েছে। করিমনগর জেলার পুলিশ কমিশনার ঘাউস আলম জানিয়েছেন, “হাসপাতালের যে ঘরে নির্যাতিতা তরুণীর চিকিৎসা চলছিল সেটি ‘সিল’ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে এবং প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।তদন্ত শেষ হওয়ার পর শীঘ্রই গোটা বিষয়টি জনসমক্ষে আনা হবে।

    সামান্য ভাইরাল জ্বরের চিকিৎসা করতে এসে তরুণীর সঙ্গে এমন মারাত্মক কাণ্ড ঘটে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তাঁর পরিবার। অভিযুক্ত হাসপাতাল কর্মীর কঠিন শাস্তির দাবি তুলছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। মহিলা রোগীকে কীভাবে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী অজ্ঞান করার সুযোগ পেলেন তা ভেবে পাচ্ছে না তরুণীর পরিবার। ঘটনার সময় হাসপাতালের সিসিটিভির নজরদারির দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরা কী করছিলেন সেই নিয়েও শুরু হয়েছে জল্পনা। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই যেন ছেড়ে না দেয় পুলিশ, এমনটাই অনুরোধ তাঁদের।
  • Link to this news (প্রতিদিন)