সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাটের তলায় কম্বলে মোড়ানো বধূর রক্তাক্ত দেহ! মঙ্গলবার সাতসকালে দেহ উদ্ধারকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার গোবরডাঙার সাহাপুরে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার দেওর ও দুই ছেলেকে।
জানা গিয়েছে, মৃতার নাম মিঠু দত্ত। তাঁর বয়স ৪৩ বছর। প্রতিবেশী সূত্রে খবর, বছর দশেক আগে মিঠুর স্বামী বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায়। তারপর থেকে ছেলেদের নিয়েই থাকতেন মহিলা। কয়েকবছর আগে মহিলার দেওর স্ত্রী-সন্তানদের ছেড়ে গোবরডাঙায় দাদার বাড়িতে চলে আসেন। বউদি ও ভাইপোদের সঙ্গে থাকতেন তিনি। স্বাভাবিকছন্দেই চলছিল জীবন। সোমবার রাতে আচমকা উধাও হয়ে যান মিঠু।
দুই ছেলে তন্নতন্ন করে সর্বত্র মাকে খুঁজলেও কোনও লাভ হয়নি। মঙ্গলবার সকালে ঘর থেকেই দুর্গন্ধ পায় তাঁরা। এরপর খবর দেওয়া হয় থানায়। গোবরডাঙা থানার পুলিশ গিয়ে খাটের তলা থেকে উদ্ধার করে বধূর রক্তাক্ত দেহ। থেঁতলানো ছিল মুখ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে কে বা কারা সেটাই সব থেকে বড় প্রশ্ন। বাড়িতে ঢুকে খুন করে দেহ রেখে গেলেও কেন কেউ টের পেল না, তা ভাবাচ্ছে পুলিশকে। তবে কি নেপথ্যে খুব কাছের কেউ? জানতে মৃতার দেওর ও দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।