• তরুণ দম্পতির রহস্যমৃত্যু চাকদহে! খুন নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: স্বামী-স্ত্রীর রহস্যমৃত্যু। গতকাল রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমোতে গিয়েছিলেন। এদিন সকালে দু’জনেই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে মৃত্যু হল দু’জনের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বামী-স্ত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ এলাকায়। মৃত দম্পতির নাম ইন্দ্রজিৎ রায় ও প্রিয়া রায়।

    জানা গিয়েছে, চাকদহের তাঁতলা রায়পাড়া অঞ্চলের বাসিন্দা ছিলেন ওই দম্পতি। ২১ বছরের ইন্দ্রজিতের সঙ্গে বছর ১৯-এর প্রিয়ার বেশ কিছুদিন আগেই বিয়ে হয়েছিল। ওই একই বাড়িতে থাকেন ইন্দ্রজিতের বাবা-মা ও ভাই। গতকাল, সোমবার রাতে পরিবারের সকলেই একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন বলে খবর। রাতে ওই দম্পতি নিজেদের ঘরে ঘুমোতে গিয়েছিলেন। আজ, মঙ্গলবার সকালে দম্পতি অসুস্থ হয়ে পড়েন। স্বামী-স্ত্রী দু’জনেরই পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরিবারের লোকজন তাঁদের শুশ্রুষার প্রাথমিক ব্যবস্থা করেছিলেন বলে খবর।

    কিন্তু তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। চাকদহ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্বামী-স্ত্রীর মধ্যে কি কোনও মনোমালিন্য চলছিল? পরিবারের অজান্তে কি দম্পতি কিছু খেয়েছিলেন? নাকি তাঁদের অজান্তেই কিছু খাওয়ানো হয়েছিল? দম্পতিকে কি খুন করা হয়েছে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনায় প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)