• কমরেড ‘বিক্রমে’র স্কলারশিপে জটিলতা! জট কাটাতে ভিসির সঙ্গে কথা এপিডিআরের
    প্রতিদিন | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: পিএইচডির জন্য স্কলারশিপ পাচ্ছেন না একদা মাওনেতা অর্ণব দাম। সংশোধনাগারে অনশন চালাচ্ছেন তিনি। এবার তাঁর হয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে করলেন এপিডিআরের ৬ সদস্যের দল। পরে সংশোধনাগারে অর্ণবের সঙ্গে দেখা করতে যান। জেলার না থাকায় প্রবেশ করতে না পেরে গেটের সামনে বসে পড়েন তাঁরা। পরে অর্ণবের সঙ্গে কথা হয়েছে তাঁদের। অর্ণবকে অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন এপিডিআরের সদস্যরা। 

    ‘সেট’ পাশ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণারত ‘কমরেড’ অর্ণব দাম। কিন্তু এই গবেষণাকালেও বঞ্চনার শিকার! চিঠি লিখেও স্কলারশিপ এখনও অমিল। তার প্রতিবাদে  জেলেই অনশন চালাচ্ছেন অর্ণব। তাঁর আবেদন নিয়ে ভিসির সঙ্গে কথা বলেন এপিডিআরের সদস্যরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় আবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের হাতে কিছু নেই। এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কলারশিপ নিয়ে এখনও কিছু আলোচনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের তরফে অন্যান্য যে সব সুবিধা, ফি মকুব করা সবই করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্করকুমার নাথের বক্তব্য, “অর্ণবের আবেদন আমরা সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তরফে অন্যান্য যে সব সুবিধা, ফি মকুব করা সবই করা হয়েছে।”

    এদিকে, মঙ্গলবার সংশোধনাগারে অর্ণবের সঙ্গে দেখা করতে বাধা মুখে পড়েন এপিডিআরের সদস্যরা। তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। গেটের সামনে বসে পড়েন তাঁরা। পরে জেল কর্তৃপক্ষ ফোনে অর্ণবের সঙ্গে কথা বলিয়ে দেয়। এপিডিআরের তরফ থেকে অর্ণবকে অনশন তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।

    সেট বা কলেজ সার্ভিস কমিশনে ভালো ফলাফল করার পর অর্ণব দাম ওরফে ‘কমরেড’ বিক্রমের ইচ্ছে ছিল, যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করার। তবে তিনি সুযোগ পেয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেখানে ইতিহাস নিয়ে এই মুহূর্তে গবেষণারত অর্ণব। কিন্তু গবেষণা করাকালীন নির্ধারিত স্কলারশিপের কোনও টাকাই পাননি তিনি। বইপত্র দূরস্ত, খাতা-কলম কেনারই টাকা নেই তাঁর কাছে।

    তারই প্রতিবাদে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে শুক্রবার বিকেল থেকে খাওয়াদাওয়া করেননি অর্ণব। এনিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক তথা অর্ণব দামের গবেষণার গাইড সৈয়দ তানভীর নাসরিন বলেন, “রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে, পড়ুয়াদের কাছে স্কলারশিপের জন্য আবেদন জানানোর একাধিকবার সুযোগ থাকে। প্রথমবার অনুমোদন না পেলেও অর্ণব দাম পরবর্তীকালে আবেদন জানাতে পারবেন।” 
  • Link to this news (প্রতিদিন)