রাজ্যের কতজন স্কুল শিক্ষক টিউশনের সঙ্গে যুক্ত, তালিকা তলব হাইকোর্টের
হিন্দুস্তান টাইমস | ০৯ সেপ্টেম্বর ২০২৫
রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করানোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাস্তবে তার কোনও কার্যকর প্রভাব দেখা যাচ্ছে না। অভিযোগ, বহু শিক্ষক এখনও গৃহশিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষিতেই ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। আদালত এবার সরাসরি জানতে চাইল, রাজ্যের কতজন শিক্ষক টিউশনের সঙ্গে যুক্ত আছেন। সেই তালিকা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে বর্তমানে এই মামলার শুনানি চলছে। মামলাকারী প্রাইভেট টিউটরস অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত শিক্ষকদের নাম-সহ বিস্তারিত তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আগামীকাল, মঙ্গলবারের মধ্যেই সেই তালিকা আদালতে জমা দিতে হবে।মামলাকারী পক্ষের আইনজীবী আশিসকুমার চৌধুরীর বক্তব্য, ২০১৮ সালেই সরকারি স্কুল শিক্ষকদের টিউশন করানো বন্ধে হাইকোর্ট নির্দেশ জারি করেছিল। কিন্তু তা কার্যত কাগজেই আটকে আছে। শিক্ষকদের একাংশ এখনও বহাল তবিয়তে টিউশন চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ, রাজ্যের তরফে নিষেধাজ্ঞা কার্যকর করতে কোনও দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। গত বছর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চও রাজ্য সরকারকে পুরনো নির্দেশিকা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল। কিন্তু সেই নির্দেশ না মানার অভিযোগ ওঠে। এর জেরে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সেই প্রেক্ষিতে কমিশন রাজ্যের সব স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছিল, টিউশনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। তবু পরিস্থিতির কোনও বদল হয়নি বলে অভিযোগ। আদালত এবার তালিকা হাতে পেলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত হতে পারে।