• বন্ধ শিলিগুড়ি-কাঠমান্ডু বাস সার্ভিস, রাজ্যের সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি নবান্নের, মুখ্যমন্ত্রী বললেন...
    এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৫
  • ছাত্র-যুবদের বিক্ষোভে অশান্ত নেপাল। সেনা প্রধানের বার্তায় পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি ওলি। এ ছবি মনে করাচ্ছে গত বছর অগস্টের বাংলাদেশকে। এ বার অগ্নিগর্ভ, ভারতের আরও এক প্রতিবেশী দেশ। এই পরিস্থিতিতে ভারত-নেপাল সীমান্তে বাড়ছে কড়াকড়ি। ভারতের বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ নেপালের সীমান্তবর্তী রাজ্য। নজরদারি বাড়ানো শুরু হয়েছে সেখানে। ভারত-নেপাল সীমান্তে বাংলার পানিট্যাঙ্কিতে কড়া নজরদারি শুরু করেছে এসএসবি। অন্য দিকে পড়শি দেশের ক্ষোভের আঁচ যাতে কোনও ভাবেই এ রাজ্যে না পড়ে নবান্ন থেকে সে দিকে নজর রাখতে বলা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকেও, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই শিলিগুড়ি-কাঠমান্ডু বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ নেপালে মালবাহী ট্রাক যাতায়াতও।

    তবে ছোট গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে। সীমান্ত পারের আগে চলছে নাকাচেকিং। এসএসবি সূত্রে খবর, দিল্লি থেকে নির্দেশ আসার পরেই বাড়ানো হয়েছে তৎপরতা। কোনও ভাবেই যাতে পড়শি দেশের অশান্তির আঁচ ভারতে না পড়ে, সেটাই নিশ্চিত করা এখন সীমান্তরক্ষীদের প্রধান দায়িত্ব।

    গত বছর বাংলাদেশে যখন অশান্তি শুরু হয়, একই পদক্ষেপ করা হয়েছিল। তবে সমস্যা অন্য জায়গায়। ভারত-বাংলাদেশের মাঝে কাঁটা তারের বেড়া থাকলেও, নেপালের ক্ষেত্রে যে হেতু কাঁটা তার নেই, ফলে জওয়ান মোতায়েন অনেক বেশি করতে হচ্ছে।

    এ দিনই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, সীমান্ত এলাকায় নজর থাকুক। কেউ যেন কোনও অশান্তিতে না জড়ান। মমতা বলেন, ‘নেপাল বিদেশ। তা নিয়ে আমি মন্তব্য করতে পারি না। যা বলার, ভারত সরকার বলবে। ভারত সরকার আমাদের কিছু বলতে বললে তখনই বলতে পারি।’ তবে নেপাল সীমান্তে উত্তরবঙ্গের যে অংশ, তা নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক। সীমান্তে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। যে হেতু এটি একেবারে অন্য দেশের বিষয়, কোনও ভাবেই যেন এখানকার মানুষকে কোনও সমস্যায় না পড়তে হয়, সে দিকে নজর রাখার কথাও বলেছেন। মমতা জানান, শিলিগুড়ি, কালিম্পংয়ে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। সবাই যেন শান্তি বজায় রাখেন। ‘তারা (নেপাল ) তাদের বিষয় ঠিক করুক, আমাদের ইন্টারফেয়ার করা ঠিক নয়’, বলেন তিনি

    এ দিন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে গিয়ে দেখা গেল কাঠমান্ডুর বাস বন্ধ। টিকিট কাউন্টারের কর্মী সন্তোশ শা বলেন, ‘সোমবার থেকেই যাত্রী পরিষেবা বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না-হলে সার্ভিস চালু করার কোনও সম্ভাবনা নেই।’

    নেপালের এই অশান্তি পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন দু’দেশের স্থানীয় বাসিন্দারা। নেপাল ও ভারতে যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দাদের পাসপোর্টের প্রয়োজন পড়ে না। পরিচয়পত্র থাকলেই চলে। নেপালের কাঁকরভিটা, বামুনডাঙি, ধুলাবাড়ি থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ নকশলাবাড়িতে পণ্য কেনাকাটা করতে আসেন। একই ভাবে ভারতীয়রাও পণ্য বিক্রি করতে যান। আপাতত এই অশান্ত পরিস্থিতিতে সবই বিপর্যস্ত হয়ে পড়েছে।

  • Link to this news (এই সময়)