এটিএম পিন নিয়ে বাড়তি সতর্ক থাকুন, এই ভুলেই খালি হবে অ্যাকাউন্ট
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল যুগে নগদ লেনদেন ধীরে ধীরে কমছে। প্রতিদিনের খরচে এখন অধিকাংশ মানুষ ডেবিট ও ক্রেডিট কার্ডের উপর নির্ভরশীল। এটিএম থেকে টাকা তোলা, অনলাইনে কেনাকাটা, বিদ্যুৎ বা মোবাইল বিল পরিশোধ সব ক্ষেত্রেই কার্ড এখন অপরিহার্য। তবে এই বাড়তি ব্যবহার সঙ্গে নিয়ে এসেছে নতুন ঝুঁকি সাইবার প্রতারণা, যা বিশেষভাবে এटीএম কার্ড ব্যবহারকারীদের নিশানা করছে।
প্রত্যেক এটিএম কার্ড একটি চার অঙ্কের পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বার দ্বারা সুরক্ষিত থাকে। দেখতে ছোট মনে হলেও এই সংখ্যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রক্ষার মূল ঢাল। কিন্তু অনেক ব্যবহারকারী সহজে মনে রাখা যায় এমন পূর্বানুমানযোগ্য সংখ্যা ব্যবহার করেন, যা হ্যাকারদের জন্য খোলা দরজা তৈরি করে।
সাইবার বিশেষজ্ঞদের মতে, পুনরাবৃত্তি সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা সবচেয়ে অনিরাপদ। যেমন—1234, 1111, 2222, 0000 অথবা উল্টো ধারা যেমন 4321। এ ধরনের পিন কয়েক সেকেন্ডেই হ্যাক করা সম্ভব।
আরেকটি সাধারণ ভুল হল ব্যক্তিগত তথ্য দিয়ে পিন তৈরি করা। অনেকেই জন্মতারিখ যেমন 1308 (১৩ আগস্ট) বা 1511 (১৫ নভেম্বর), কিংবা জন্মসাল যেমন 1999 বা 2000 ব্যবহার করেন। যেহেতু জন্মতারিখ সাধারণত সোশ্যাল মিডিয়া বা সরকারি কাগজে প্রকাশিত থাকে, তাই এগুলো ব্যবহার করলে হ্যাকিংয়ের ঝুঁকি অনেক বেড়ে যায়। এছাড়াও মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বার, আধার কার্ডের সংখ্যা ব্যবহার করাও সমান ঝুঁকিপূর্ণ। সাইবার রিপোর্ট বলছে, এই ধরনের পিন কয়েক মুহূর্তেই ভাঙা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ পিন তৈরির জন্য এলোমেলো সংখ্যা ব্যবহার করা উচিত, যা ব্যক্তিগত তথ্যের সঙ্গে যুক্ত নয় এবং সহজে অনুমান করা যায় না। যেমন 4892 বা 3927। তবে খেয়াল রাখতে হবে, পিন এমন হতে হবে যা সহজে মনে রাখা যায়, কিন্তু কোথাও লিখে রাখা যাবে না।
প্রতি ৬ থেকে ১২ মাসে একবার পিন পরিবর্তন করুন। একাধিক কার্ডের জন্য আলাদা পিন ব্যবহার করুন। কখনও কারও সঙ্গে পিন শেয়ার করবেন না।পিন ডিজিটালভাবে সংরক্ষণ করবেন না।
এদিকে, নগদ লেনদেনকে আরও সহজ করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) গ্রাহকদের ছোট মুদ্রার নোট—১০০ এবং ২০০—বেশি ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে, বিশেষ করে গ্রামীণ ও আধা-শহর এলাকায়, যেখানে এখনও নগদ ব্যবহার তুলনামূলক বেশি। ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততই বাড়ছে প্রতারণার ঝুঁকি। তাই একটি শক্তিশালী পিন বেছে নেওয়া এবং নিয়মিত তা বদলানোই হলো আপনার অর্থ সুরক্ষার প্রথম ধাপ।