সিয়াচেন সেনা ছাউনিতে তুষারধস, তিন জওয়ান নিহত, চলছে উদ্ধারকাজ
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার লাদাখের সিয়াচেন বেস ক্যাম্পে এক ভয়াবহ তুষারধসে তিন সেনা জওয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন অগ্নিবীরও রয়েছেন বলে জানা গিয়েছে। সেনা সূত্র খবর, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেনে উদ্ধার অভিযান চলছে। আরও কেউ বরফের পুরু চাদরের তলায় চাপা পড়ে রয়েছেন কি না তার খোঁজ করা হচ্ছে।
নিয়ন্ত্রণরেখার উত্তর প্রান্তে প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহে তুষারধস সাধারণ। তাপমাত্রা নিয়মিতভাবে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ২০২১ সালে, সিয়াচেনে হানিফ সাব-সেক্টরে তুষারধসের ফলে দুই জওয়ান নিহত হন। ছয় ঘণ্টাব্যাপী অভিযানের পর অন্যান্য সেনাকর্মী এবং কুলিদের উদ্ধার করা হয়।
সিয়াচেনে তুষারধসের ঘটনা এই নতুন নয়। এর আগে বহুবার তুষারধস হয়েছে দেশের সর্বোচ্চ সেনা ছাউনিতে। ২০১৯ সালে আরও একটি বিশাল তুষারধসে চার সেনা জওয়ান এবং দু’জন কুলি নিহত হন। ১৮ হাজার ফুট উচ্চতায় একটি পোস্টের কাছে টহলরত আট জন সেনার একটি দল তুষারধসে পড়ে।
তুষারধসের কারণে সর্বাধিক সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে ২০২২ সালে, যখন অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে সাতজন সেনা মারা যান। তুষারধসের তীব্রতা এতটাই ছিল যে নিখোঁজ হওয়ার তিন দিন পর সেনা সদস্যদের মৃতদেহ পাওয়া যায়।
২০১৬ সালের জানুয়ারিতে, হিমবাহে আরও একটি তুষারধসে চার সেনা জওয়ান প্রাণ হারান। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছিল, "৩ জানুয়ারি ২০১৬, সিয়াচেন হিমবাহে মোতায়েন চার সেনা জওয়ান একটি রুট ওপেনিং পার্টির অংশ হিসেবে টহল দিচ্ছিলেন। কাজটি করার সময়, টহল দলটি তুষারধসের কবলে পড়ে। তাৎক্ষণিকভাবে একটি উদ্ধার অভিযান শুরু করা হয়, তবে সম্ভাব্য সকল প্রচেষ্টা সত্ত্বেও জওয়ানদের বাঁচানো যায়নি।" বিবৃতিতে আরও বলা হয়েছে, "হাবিলদার দোরজে গ্যাসন, হাবিলদার সেওয়াং নরবু, রাইফেলম্যান জিগমাট চোসডুপ এবং রাইফেলম্যান মোহাম্মদ ইউসুফের মৃতদেহ তুষারধস স্থান থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।"
সিয়াচেন হিমবাহকে প্রায়শই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলা হয় কারণ এর উচ্চতা অত্যন্ত বেশি এবং প্রতিকূল পরিবেশ রয়েছে। এখানে পাহারারত সৈন্যদের শত্রুর আক্রমণের বাইরেও একাধিক হুমকির সম্মুখীন হয়। যার মধ্যে রয়েছে তুষারপাত, হাইপোক্সিয়া এবং তুষারধস। সাম্প্রতিক ট্র্যাজেডি এই কৌশলগত অঞ্চলটিকে রক্ষা করার জন্য ভারতীয় সৈন্যদের ঝুঁকিগুলিকে আরও বাড়িয়ে তুলেছে।
সেনা কর্তৃপক্ষ উদ্ধার অভিযান জোরদার করেছে। হিমবাহের কঠোর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই বিপজ্জনক অঞ্চলে নিযুক্ত কর্মীদের আরও ভালভাবে সুরক্ষার জন্য সুরক্ষা প্রোটোকল পর্যালোচনা করে চলেছে।
সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে অবস্থিত, NJ9842 বিন্দুর ঠিক উত্তর-পূর্বে যেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (LoC) উত্তর-পূর্ব কাশ্মীরে শেষ হয়।৭৬ কিলোমিটার উচ্চতায়, এটি কারাকোরামের দীর্ঘতম এবং বিশ্বের অমেরু অঞ্চলের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৫,৭৫৩ মিটার (১৮,৮৭৫ ফুট)। ১৯৮৪ সাল থেকে সমস্ত প্রধান গিরিপথ সহ সমগ্র সিয়াচেন হিমবাহ লাদাখের অংশ হিসেবে ভারতের নিয়ন্ত্রণে রয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী হিমবাহের পশ্চিমে অবস্থিত সালটোরো রিজের পশ্চিমে অঞ্চলটি নিয়ন্ত্রণ করে, যেখানে পাকিস্তানি পোস্টগুলি রিজের উপরে ১০০ টিরও বেশি ভারতীয় পোস্টের এক কিমি নীচে অবস্থিত। হিমবাহের অঞ্চলটি পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, যেখানে ১৯৮৪ সালের এপ্রিল থেকে পাকিস্তান এবং ভারত মাঝেমধ্যে যুদ্ধ করে আসছে।
১৯৮৪ সালে সিয়াচেন হিমবাহ দখলের জন্য ভারত অপারেশন মেঘদূত শুরু করে। এরপর, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশের কারণে, পাকিস্তান সেনাবাহিনীর হিমবাহ দখলের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য ভারত সিয়াচেন হিমবাহে তার অবস্থান আরও শক্তিশালী করে।
মনমোহন সিং প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই এলাকা পরিদর্শন করেন, সেই সময় তিনি সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। এ.পি.জে. আব্দুল কালাম প্রথম রাষ্ট্রপতি যিনি এই এলাকা পরিদর্শন করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সিয়াচেন পরিদর্শন করেন। শীতের মাসগুলিতে সিয়াচেন হিমবাহে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।