• দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণণ, ৪৫২ ভোট পেয়ে জয়ী প্রাক্তন মহারাষ্ট্রের গভর্নর...
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষিত। রিটার্নিং অফিসার পিসি মোদি ঘোষণা করেছেন, মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ ৪৫২টি ভোট পেয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেছেন। সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের পর, বিচারপতি সুদর্শন রেড্ডি বিজয়ী সিপি রাধাকৃষ্ণণকে অভিনন্দন জানান। তিনি জোর দিয়ে বলেন যে নির্বাচনের সময় বিরোধী দলকে ঐক্যবদ্ধ করার বৃহত্তর উদ্দেশ্য 'অপূর্ণ' রয়ে গিয়েছে।

    ৭৮৮ জন যোগ্য সংসদ সদস্যের মধ্যে ৭৬৭ জন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা ৯৮.২ শতাংশ ভোট দিয়েছে। ৭৫২ জন বৈধ এবং ১৫ জন অবৈধ বলে জানিয়েছেন পিসি মোদি। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজের ৭৮৮ জন সদস্য, কারণ সাতটি আসন (রাজ্যসভায় ৬টি এবং লোকসভায় ১টি) শূন্য রয়েছে।

    সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটদান শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টায় উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়। রাজ্যসভার মহাসচিব রিটার্নিং অফিসার পিসি মোদির তত্ত্বাবধানে নতুন সংসদ ভবনে গণনা প্রক্রিয়া চলেছে। 

    কাগজে-কলমে এনডিএ-র ৪২৭ জন সাংসদের সমর্থন ছিল এবং ওয়াইএসআরসিপি-র ১১ জন সাংসদও রাধাকৃষ্ণনের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু এনডিএ মনোনীত প্রার্থী তাদের হিসেবের ভোটের চেয়ে ১৪টি বেশি ভোট পেয়েছেন, যার ফলে বিরোধী শিবিরের সাংসদদের ক্রস-ভোটিং হওয়ার জল্পনা শুরু হয়েছে।

    বিজু জনতা দল (বিজেডি), ভারতীয় রাষ্ট্র সমিতি (বিআরএস), শিরোমণি আকালি দল (এসএডি) এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১৩ জন সংসদ সদস্য নির্বাচন থেকে বিরত ছিলেন।

    কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ আগে বলেছিলেন যে ৩১৫ জন বিরোধী সাংসদের সবাই ভোটদানে উপস্থিত ছিলেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার ১৪ মিনিটের মধ্যেই ‘বিরোধী ঐক্যের’ প্রশংসা করে সমাজমাধ্যমে পোস্ট করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লেখেন, ‘‘বিরোধী শিবির ঐক্যবদ্ধ ছিল। বিরোধী দলগুলির ৩১৫ জন সাংসদের সকলেই ভোট দিতে এসেছিলেন। এই ১০০ শতাংশ ভোট পড়া নজিরবিহীন।’’ তবে, রেড্ডি ৩০০ ভোট পেয়েছেন, যার ফলে এই ১৫টি ভোট কোথায় গেল তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

    বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেন, ভোটে ৪৫০ ভোট অতিক্রম করার ব্যাপারে এনডিএ শিবির আত্মবিশ্বাসী। জয়সওয়াল বলেন, "আমরা আমাদের লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে নিশ্চিন্ত ছিলাম। তাদের পক্ষেই মানুষ ভেবেছিল যে তাদের কোনও শহুরে নকশালকে ভোট দেওয়া উচিত নয়, এবং বিরোধী প্রার্থীকে ভোট দেয়নি। আমরা নিশ্চিত ছিলাম যে আমরা ৪৫০ ভোট অতিক্রম করব। বিরোধী সাংসদদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।"

    তামিলনাড়ুর বিজেপির একজন প্রবীণ নেতা রাধাকৃষ্ণণ বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং জনসংঘের সাথে যুক্ত থাকার মাধ্যমে। ৬৭ বছর বয়সী এই ব্যক্তি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে কোয়েম্বাটুর থেকে দু'বার লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি তামিলনাড়ুতে জাফরান দলের নেতৃত্ব দেন।
  • Link to this news (আজকাল)