শ্রীরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু, নেপথ্যে কারণ জানলে চমকে যাবেন...
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শ্রীরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যু। জানা গেছে, মৃতের নাম মনোজ চক্রবর্তী (৪৫)।
স্থানীয়দের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা। ঘর থেকে উদ্ধার হয়েছে বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির শ্রীরামপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু খুন নাকি আত্মহত্যা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।জানা গেছে, শ্রীরামপুরের কুড়ি নম্বর ওয়ার্ড দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দা ছিলেন মনোজ।
বিজেপি নেতার স্ত্রী উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নার্সিং এর চাকরি করেন। সোমবার নাইট ডিউটি থাকায় তিনি বাড়ি ছিলেন না। তাদের একমাত্র ছেলে এগারো ক্লাসের ছাত্র। প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে ছিল সে। মনোজের মা তাঁর বোনের বাড়ি যাওয়ায় বাড়ি ফাঁকাই ছিল। মঙ্গলবার সকালে নার্সিংহোম থেকে ফিরে বিজেপি নেতার স্ত্রী ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামীকে।
মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তী জনান, শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। অনেক তথ্য প্রমাণ তাঁর কাছে রয়েছে। সঙ্গে ছবিও রয়েছে। এই কারণে তাদের ছেলেকে মনোজ মারধর করতেন। মনোজকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও শোনেনি।
তাদের প্রতিবেশী এক আত্মীয়া বনশ্রী হাজরা বলেন, ‘আমার বাড়িতে ওদের ছেলেকে রেখে যেত। সোমবার রাতেও আমার কাছেই ছিল। বন্দনা আর মনোজের মধ্যে অশান্তি হত এক মহিলাকে নিয়ে। গত পরশু খুব অশান্তি হয়। বাসনের শব্দ পেয়েছি।’
বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে তাঁর বাড়িতেও যায় পুলিশ আধিকারিকরা।’ জানা গেছে, ওই বিজেপি নেতা একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। বিষয়টা মৃত্যু নাকি খুন তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।