• ১৫তম উপরাষ্ট্রপতি পেল দেশ, ১৫২ ভোটের ব্যবধানী জয়ী এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৯ সেপ্টেম্বর, নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ফলাফল এল প্রত্যাশা মতোই। বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটের ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে জয়ী এনডিএ প্রার্থী  সি পি রাধাকৃষ্ণন৷আজ,মঙ্গলবার ভোটের পর দেখা যায়,  রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট৷ সেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট৷ কিন্তু বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ ফলে, ১৫টি ভোট কোন দিকে গেল, তা নিয়ে প্রাথমিক ভাবে জলঘোলাও হয়। বিরোধী শিবিরের সাংসদদের ভোটও রাধাকৃষ্ণনের পক্ষে এসেছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।
  • Link to this news (বর্তমান)