নদী বাঁধে ফাটল, বন্ধ করে দেওয়া হল নূরপুর-গাদিয়াড়া ফেরি পরিষেবা
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ ২৪ পরগনার নূরপুরে হুগলি নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় বিপত্তি। সেই কারণে দক্ষিণ ২৪ পরগনার নূরপুর ও হাওড়ার গাদিয়াড়ার মধ্যে ফেরি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। সেই কারণে বিপাকে পড়লেন বহু নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালে নূরপুর ফেরিঘাট সংলগ্ন নদী বাঁধে কয়েক মিটার জায়গাজুড়ে ফাটল দেখা দেয়। নদীতে জলের চাপ থাকায় ওই এলাকায় মাটিও অনেকটাই বসে যায়। বিপদের আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।এই বিষয়ে গাদিয়াড়া ফেরিঘাটের ইনচার্জ অশোক পাল জানিয়েছেন, ‘নূরপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় ধস নামায় প্রশাসনের নির্দেশে সকাল ১০টা থেকে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন করে দেখেছেন প্রশাসনের কর্তারা। এদিকে সকালে লঞ্চে করে নূরপুর থেকে গাদিয়াড়া পৌঁছে গিয়েছিলেন যাঁরা, তাঁরা পড়েছেন বিপাকে। জলপথে বাড়ি ফেরার আর কোনও সুযোগ নেই। তাই বাধ্য হয়ে সড়ক বা ট্রেনপথে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের। কবে থেকে ফেরি পরিষেবা চালু হবে তার সদুত্তর মেলেনি প্রশাসনের তরফে।