• শ্রীরামপুরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির শ্রীরামপুরের ২০ নম্বর ওয়ার্ডের দীনবন্ধু চ্যাটার্জি লেনে। জানা গিয়েছে, বিবাহ–বহির্ভূত সম্পর্কের কারণে প্রায়ই স্বামী–স্ত্রীর মধ্যে অশান্তি হত। সম্পর্কের টানাপোড়েনের জেরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আত্মঘাতী হয়েছে ওই বিজেপি নেতা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

    মৃতের নাম মনোজ চক্রবর্তী (৪৫)। তাঁর স্ত্রী বন্দনা চক্রবর্তী উত্তরপাড়ার একটি নার্সিংহোমে নার্সের কাজ করেন। সোমবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল। মনোজ ও বন্দনার এক পুত্র সন্তান রয়েছে। রাতে সে–ও এক আত্মীয়ের বাড়িতে ছিল। মনোজের মা তাঁর বোনের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন মনোজ। মঙ্গলবার সকালে বন্দনা নার্সিংহোম থেকে ফিরে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান।

    বন্দনা পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। শ্রীরামপুরের বাসিন্দা এক মহিলার সঙ্গে মনোজের বিবাহ–বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি লেগে থাকত। সেই সম্পর্কে অনেক তথ্যপ্রমাণও বন্দনার কাছে রয়েছে। সম্পর্কের টানাপোড়েনের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মনোজ। একমাত্র ছেলেকেও মারধর করতেন। সোমবার রাতে এক আত্মীয়র কাছে ছেলেকে রেখে তিনি নার্সিংহোমের কাজে গিয়েছিলেন। সকালে বাড়িতে ফিরে দেখেন মনোজ ঝুলে আছেন। প্রতিবেশীদের দাবি, বন্দনা ও মনোজের মধ্যে প্রায়ই অশান্তি হত। রবিবারও বাড়িতে খুব অশান্তি হয়েছে। বাসনপত্র ফেলার শব্দও পেয়েছেন প্রতিবেশীরা। মঙ্গলবার সকালে মনোজের দেহ উদ্ধারের ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)